বিজ্ঞাপন

রাস্তা বন্ধ করে দেয়াল নির্মাণ, অবরুদ্ধ ১৩ পরিবার

January 19, 2024 | 7:38 pm

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

বাগেরহাট: বাগেরহাটের শরণখোলায় একটি রাস্তা বন্ধ করে উঁচু দেয়াল নির্মাণ করায় ১৩টি পরিবার অবরুদ্ধ হয়ে পড়েছে। শুক্রবার (১৯ জানুয়ারি) সকালে সেখানে আরও উঁচু করে দেয়াল নির্মাণের চেষ্টা করলে পুলিশ কাজ বন্ধ করে দেয়। কিন্তু চলাচলের পথ এখনও বন্ধই রয়েছে।

বিজ্ঞাপন

উপজেলার রায়েন্দা ইউনিয়নের রাজেশ্বর গ্রামের বাসিন্দা ও ভুক্তভোগীদের অভিযোগ, আমিনুর খানের বাড়ি থেকে রামচন্দ্র মিস্ত্রির বাড়ি পর্যন্ত রাস্তাটির দৈর্ঘ্য প্রায় ৭০০ ফুট। ওই রাস্তাটি স্বাধীনতার আগে থেকেই ১৩ পরিবার এবং জিলবুনিয়া, রাজেশ্বর, কদমতলা ও লাকুড়তলা গ্রামের হিন্দু-মুসলিমসহ শত শত মানুষ ব্যবহার করে আসছেন। স্থানীয় ইউনিয়ন পরিষদ থেকে টিআর ও হতদরিদ্র প্রকল্প থেকে রাস্তাটি কয়েকবার সংস্কারও করা হয়েছে। কিন্তু প্রভাবশালী মাওলানা দেলোয়ার খান হঠাৎ করে রাস্তার জমি নিজের দাবি করে সেখানে পাকা দেয়াল তৈরি করেন।

ভ্যানচালক মতিয়ার রহমান (৭১) জানান, তিনি ভ্যানে করে বিভিন্ন গ্রামে কাঁচামাল বিক্রি করেন। চলার পথ বন্ধ করে দেওয়ায় এখন তিনি ভ্যান নিয়ে বের হতে পারছেন না। এতে করে তার আয়-রোজগার বন্ধ হয়ে গেছে। সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে।

তার অভিযোগ মাওলানা দেলোয়ার রাস্তা বন্ধ করেছেন। তিনি রাস্তাটি দ্রুত খুলে দেওয়ার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন।

বিজ্ঞাপন

অবরুদ্ধ ১৩ পরিবারের দিলিপ কুমার মিস্ত্রি, ইব্রাহিম তালুকদার, জামাল শিকদার, পান্না তালুকদার ও মতি হাওলাদার জানান, রাস্তাটি প্রায় ১০০ বছর আগের। তারা তাদের বাপ-দাদার আমল থেকেই এই রাস্তাটি ব্যবহার করে আসছেন। মাওলানা দেলোয়ার খানের পূর্বপুরুষরা এই জমি জনগণের চলাচলের জন্য দিয়ে গেছেন। কিন্তু দেলোয়ার হোসেন এখন চলাচলে বাধা সৃষ্টি করাসহ রাস্তার মাঝখানে পাকা দেয়াল নির্মাণ করেছেন। এখন তারা ১৩ পরিবার একেবারেই অবরুদ্ধ অবস্থায় আছেন।

ভুক্তভোগী ১৩ পরিবারের সদস্যরা আরও জানান, শিশুরা স্কুলে যেতে পারছে না। এমনকি কেউ অসুস্থ হলে তাকে ডাক্তারের কাছে নেওয়ারও কোনো উপায় নেই। তাদের পরিবারগুলোর মধ্যে সবাই হতদরিদ্র ও দিনমজুর। কেউ অন্যের বাড়ি ও জমিতে কাজ করেন। আবার কেউ ভ্যান-ইজিবাইক চালিয়ে সংসার চালান। এখন রাস্তা বন্ধ হওয়ায় কেউ কোনো কাজ করতে পারছেন না।

দেলোয়ার খান ঢাকায় থেকে নির্দেশ দিয়ে তার স্ত্রীকে দিয়ে এই রাস্তায় দেয়াল নির্মাণ করে তাদের অবরুদ্ধ করে রেখেছেন। দ্রুত রাস্তার ওপর থেকে দেয়াল সরিয়ে চলাচলের পথ খুলে দেওয়ার জন্য প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন তারা।

বিজ্ঞাপন

স্কুল শিক্ষার্থী আরাফাত হোসেন, জাকারিয়া, বুশরা আক্তার, সুষ্মিতা ও হালিমা জানান, রাস্তায় দেয়াল থাকায় তাদের স্কুলে যেতে খুব সমস্যা হচ্ছে। প্রায় একমাস ধরে তারা ঠিকমতো ক্লাসে যেতে পারছেন না। রাস্তার ওপর থেকে দেয়াল সরিয়ে নিয়ে তাদেরকে স্কুল-মাদরাসায় যাওয়ার ব্যবস্থা করার দাবি জানান।

প্রতিবেশি বাচ্চু তালুকদার জানান, এই রাস্তার বয়স ১০০ বছরেরও বেশি। মাওলানা দেলোয়ার হোসেন খানের পূর্ব পুরুষরা এই রাস্তায় মানুষের চলাচলের জন্য দিয়ে গেছেন। দেলোয়ার মাওলানা রাস্তায় দেয়াল তুলে শুধু ১৩ পরিবারের চলার পথই না, আশপাশের কয়েকটি গ্রামের মানুষেরও পথ বন্ধ করেছেন।

স্থানীয় ইউপি সদস্য মো. কাওসার আকন জানান, রাস্তাটি বহু বছরের পুরনো। এই রাস্তায় সরকারি বরাদ্দ থেকে কয়েকবার সংস্কার করা হয়েছে। কিন্তু দেলোয়ার মাওলানার নির্দেশে তার স্ত্রী হঠাৎ সেখানে দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধ করায় ১৩টি পরিবার অবরুদ্ধ হয়ে পড়েছে। দেলোয়ার কারো কথাই শুনতে চান না। তারপরও এ ব্যাপারে সবাই একসঙ্গে বসে মীমাংসা করার চেষ্টা করা হবে।

শরণখোলা থানার পরিদর্শক (তদন্ত) সুব্রত কুমার সরদার জানান, সকালে (শুক্রবার) রাস্তায় আরো উঁচু করে দেয়ালের কাজ করা শুরু করলে পুলিশ পাঠিয়ে তা বন্ধ করে দেওয়া হয়েছে। মাওলানা দেলোয়ার হোসেন খান রাস্তার জমি তার বলে দাবি করছেন। বিষয়টি স্থানীয়ভাবে সমাধান করার জন্য উভয় পক্ষকে বলা হয়েছে।

বিজ্ঞাপন

তিনি জানান, মাওলানা দেলোয়ারের বিরুদ্ধে নাশকতা, ধর্ষণসহ একাধিক মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। যে কারণে তিনি এলাকায় থাকেন না।

অভিযোগের বিষয়টি নিয়ে কথা বলতে মাওলানা দেলোয়ার খানের মোবাইল ফোন কয়েকবার কল দেওয়া হলে সেটি বন্ধ পাওয়া যায়।

মাওলানা দেলোয়ার খানের স্ত্রী তুলি বেগমের সঙ্গে কথা হলে তিনি তার স্বামীর নামে বিভিন্ন মামলা থাকার কথা স্বীকার করেন।

দেয়াল নির্মাণের বিষয়ে তিনি বলেন, এই রাস্তার জমির আমাদের। এখান দিয়ে কাউকে চলাচল করতে দেব না। এখানে আমরা ইন্ডাস্ট্রি করব। তাই রাস্তা বন্ধ করেছি।

সারাবাংলা/এনইউ

Tags: , , , , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন