বিজ্ঞাপন

দুই মাস মাঠের বাইরে মার্টিনেজ

February 6, 2024 | 12:55 pm

স্পোর্টস ডেস্ক

ওয়েস্ট হাম ইউনাইটেডের বিপক্ষে ম্যাচেই চোটে পড়ে মাঠ ছাড়েন লিসান্দ্রো মার্টিনেজ। ম্যাচ শেষেই ইউনাইটেড বস এরিক টেন হ্যাগ জানিয়েছিলেন চোট বেশ ভুগাতে পারে লিসান্দ্রোকে। শেষ পর্যন্ত হয়েছেও তাই। হাঁটুর লিগামেন্টের চোটে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে গেলেন আর্জেন্টাইন ডিফেন্ডার।

বিজ্ঞাপন

সোমবার (২৫ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে জানিয়েছে লিসান্দ্রোর ইনজুরির খবর। ২৬ বছর বয়সী এই ফুটবলারকে অন্তত আট সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে বলে ধারণা করছে তারা। তবে অস্ত্রোপচারের প্রয়োজন নেই তার।

ওল্ড ট্রাফোর্ডে রোববার প্রিমিয়ার লিগে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের বিপক্ষে ৩-০ গোলে জয়ের ম্যাচের দ্বিতীয়ার্ধে চোট পান মার্টিনেজ। প্রথমে খেলা চালিয়ে যাওয়ার চেষ্টা করেন তিনি, কিন্তু পারেননি। ৭১তম মিনিটে তাকে তুলে নেন কোচ।

ম্যাচের পর টেন হাগ বলেন, মার্তিনেসের চোটের অবস্থা ‘ভালো দেখাচ্ছে না’ এবং এটা খেলোয়াড়ের নিজের জন্য ‘আরও বড় ক্ষতির’।

বিজ্ঞাপন

কদিন আগেই চোট থেকে ফিরেছিলেন মার্টিনেজ। এর আগে পায়ের চোটেই চার মাস মাঠের বাইরে ছিলেন এই ডিফেন্ডার। আর দীর্ঘদিনের চোট থেকে ফিরে মাত্র তৃতীয় ম্যাচ খেলতে নেমেছিলেন তিনি।

সারাবাংলা/এসএস

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন