বিজ্ঞাপন

দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, তরুণ নিহত

February 25, 2024 | 8:39 am

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

খুলনা: খুলনা মহানগরীতে মোটরসাইকেল দুর্ঘটনায় তন্ময় হোসেন (১৯) নামে এক তরুণ নিহত হয়েছেন। দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় দাঁড়িয়ে থাকা বালু ভর্তি ডাম্পার ট্রাকের পিছনে ধাক্কা দেওয়ায় দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

শনিবার (২৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে মহানগরীর হরিনটানাধীন মোস্তর মোড় সংলগ্ন বাইপাস রোডের সরকারি গরুর খামারের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত তরুণ খালিশপুরের কাশিপুর এলাকার আনোয়ার হোসেনের ছেলে।

পুলিশ জানায়, নগরীর জিরো পয়েন্ট থেকে মোস্তর মোড়ের দিকে তন্ময় দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় দাঁড়িয়ে থাকা বালু ভর্তি ডাম্পার ট্রাকের পিছনে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থাকা চালক তন্ময় ছিটকে নিচে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়।

পরে স্থানীয় লোকজন তন্ময়কে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য রাত ৯টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এ সময় হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তন্ময়কে মৃত ঘোষণা করেন বলে জানিয়েছে পুলিশ।

বিজ্ঞাপন

হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক এ তথ্য বিষয়টি নিশ্চিত করেছেন।  তিনি বলেন, তন্ময়কে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  এ ঘটনায় এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ দায়ের করিনি।

সারাবাংলা/এনএস

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
রাখাইনে রোহিঙ্গাদের গ্রহনযোগ্যতা ও আরাকান আর্মিব্যাটারিচালিত যানবাহন বন্ধের ঘোষণায় সিপিবি’র ক্ষোভভিয়েতনাম মুক্তিসংগ্রামের অবিসংবাদিত কিংবদন্তি হো চি মিনমেট্রোরেলে ভ্যাট যাত্রীর ওপর চাপবে, পুনর্বিবেচনার অনুরোধ‘বৈষম্যমূলক’ পেনশন ব্যবস্থা প্রত্যাহারের দাবি বুয়েট শিক্ষকদের‘সামান্য কেমিক্যালের পয়সা বাঁচাতে দেশের সর্বনাশ করবেন না’মিরপুরে ব্যাটারিচালিত রিকশাচালকদের সড়ক অবরোধবিজয়ীদের ‘এসএমই উদ্যোক্তা পুরস্কার’ দিলেন প্রধানমন্ত্রী৬ বছর পর কুবিতে অনুষ্ঠিত হলো ছায়া জাতিসংঘ সম্মেলনবঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, তাপমাত্রা কমতে পারে ২ ডিগ্রি সব খবর...
বিজ্ঞাপন