বিজ্ঞাপন

‘পাহাড়ি নারীদের জীবনমান বিকাশে রাষ্ট্রকে কর্মপরিকল্পনা নিতে হবে’

March 8, 2024 | 6:34 pm

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

রাঙামাটি: পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য ঊষাতন তালুকদার বলেছেন, ‘পাহাড়ি নারীদের জীবনমান বিকাশে রাষ্ট্রকে কর্মপরিকল্পনা নিতে হবে। সমাজ বিকাশের ধারাবাহিকতায় নারীদের অবদান অনস্বীকার্য। পুরুষতান্ত্রিক সমাজে নারীরা তেমন সুযোগ সুবিধা পায় না। আদিবাসী সমাজে নারীরা পুরুষদের পাশাপাশি অনেক কাজ করে। পাহাড়ের নারীরা জুম চাষ, সন্তান লালনপালন করাসহ সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখে।’

বিজ্ঞাপন

শুক্রবার (৮ মার্চ) আন্তর্জাতিক নারী দিবসে রাঙামাটিতে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ঊষাতন বলেন, ‘পাহাড়ি নারীরা নিজেদের কাপড় বুনতে পারে কিন্তু পাহাড়ে আগ্রাসনে নারীরা অনিরাপদ জীবন কাটাচ্ছে। রাষ্ট্রের বৈষম্যমূলক আচরণের কারণে পাহাড়ি নারীরা বার-বার বঞ্চনার শিকার হচ্ছে।’

এদিন পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতি ও হিল উইমেন্স ফেডারেশনের যৌথ আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এর আগে, শিল্পকলা একাডেমি থেকে একটি বের হয়ে জেলা শহরের প্রাণকেন্দ্র বনরুপা পেট্রোল পাম্প প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে এসে শেষ হয়। র‌্যালির উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতির সদস্য জ্যোতিপ্রভা লারমা মিনু।

বিজ্ঞাপন

আলোচনা সভায় হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সদস্য উলিসিং মারমার সঞ্চালনায় ও পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মনি চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সহসভাপতি ঊষাতন তালুকদার। এতে বক্তব্য রাখেন জনসংহতি সমিতির কেন্দ্রীয় সদস্য সাধুরাম ত্রিপুরা, এমএন লারমা মেমোরিয়াল ফাউন্ডেশনের সভাপতি বিজয় কেতন চাকমা, শিক্ষাবিদ শিশির চাকমা, আইনজীবী অ্যাডভোকেট সুষ্মিতা চাকমা, বাংলাদেশ আদিবাসী ফোরাম পার্বত্য চট্টগ্রাম আঞ্চলের সাধারণ সম্পাদক ইন্টুমনি তালুকদারসহ অনেকে।

স্বাগত বক্তব্য রাখেন হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ম্রানুসিং মারমা।

সভায় আইনজীবী সুস্মিতা চাকমা বলেন, ‘বিভিন্ন সামাজিক পশ্চাৎপদ প্রথা পার্বত্য চট্টগ্রামের জুম্ম নারী সমাজকে আষ্টেপৃষ্টে ধরে আছে। তার ওপর রাষ্ট্রের জাতিগত নিপীড়ন। সব মিলিয়ে পার্বত্য চট্টগ্রামের নারী সমাজ এক অমানিশার মাঝে দিনাতিপাত করছে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এমও

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন