বিজ্ঞাপন

ইন্দোনেশিয়ার বন্যা ও ভূমিধসে মৃত ২৬, নিখোঁজ ৬

March 12, 2024 | 10:22 am

আন্তর্জাতিক ডেস্ক

ইন্দোনেশিয়ার পশ্চিম সুমাত্রা প্রদেশে বন্যা ও ভূমিধসে ২৬ জন মারা গেছেন। এ ঘটনায় অন্তত ছয়জন নিখোঁজ রয়েছেন। এই বন্যা ও ভূমিধসে অন্তত ৩৯ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। খবর রয়টার্স।

বিজ্ঞাপন

সোমবার (১১ মার্চ) দেশটির দুর্যোগ প্রশমন সংস্থা (বিএনপিবি) জানিয়েছে, গত বৃহস্পতিবার থেকে শুরু হওয়া মুষলধারে বৃষ্টিতে সেতু, স্কুল ও ১১৩ হেক্টর কৃষিজমিসহ প্রায় ৭০০টি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

ক্ষতিগ্রস্থ অঞ্চলের একটি ভিডিওতে প্লাবনে ক্ষতিগ্রস্ত বাড়িঘর ও দোকান দেখা গেছে। রাস্তা কাদায় ভর্তি, যার একটি অংশ নদীতে ধসে পড়েছে। অনেক সড়কের উপর গাছ পড়ে থাকতে দেখা গেছে।

উদ্ধার কাজ ও জরুরি ত্রাণ বিতরণের জন্য গতকাল সোমবার প্রাদেশিক রাজধানী পাডাংয়ে পৌঁছেছেন বিএনপিবি প্রধান। এক বিবৃতিতে বিএনপিবি জানিয়েছে, এই অঞ্চলে বন্যা ও ভূমিধসে অন্তত ৩৯ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। এছাড়া ২৬ জন নিহত এবং ১১ জন নিখোঁজ রয়েছেন।

বিজ্ঞাপন

তবে পশ্চিম সুমাত্রার উদ্ধাকারী সংস্থার প্রাদেশিক প্রধান আবদুল মালিক নিখোঁজের সংখ্যা ছয়জন বলে জানিয়েছেন। তাদের সোমবার থেকে পুনরায় খোঁজা শুরু হয়েছে বলেও জানান তিনি।

সারাবাংলা/এনএস

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন