বিজ্ঞাপন

উৎসবের মৌসুমে ত্বকের যত্ন

April 8, 2024 | 11:49 am

আইরিন ইসলাম

উৎসবের মৌসুমে বা তার পরপরই ত্বকে নানা সমস্যা দেখা দেয় এবং অনেকটাই ম্লান দেখায়। তাই প্রয়োজন বিশেষ যত্ন। উৎসবের মৌসুমে মেইকআপ করার পরিমাণ বাড়ার পাশাপাশি বেড়ানো হয় বেশি হয়। সেই সঙ্গে নানা ধরনের খাবারও যুক্ত হয় প্রতিদিনের তালিকায়। ফলে ওজন বাড়ার পাশাপাশি ত্বকও মলিন হয়ে পড়ে। এজন্য উৎসবের আগে থেকেই ত্বকের যত্নে পদক্ষেপ নেওয়ার কথা বলেন বিশেষজ্ঞরা। এ বিষয়ে সম্প্রতি টাইমস অব ইন্ডিয়ার এক নিবন্ধে পরামর্শ দিয়েছেন ‘দ্য বডি শপ’ নামক প্রসাধনী ব্র্যান্ডের প্রধান প্রশিক্ষক শিখা আগারওয়াল। তিনি উৎসবের মৌসুমে ত্বকের বিশেষ যত্নের কিছু পন্থা জানান।

বিজ্ঞাপন

উৎসবের আগে প্রথমে খেয়াল রাখতে হবে ত্বকে কোনো ধরনের সমস্যা রয়েছে কিনা, থাকলে ট্রিটমেন্ট করতে হবে। এতে উৎসবের সময় ত্বক থাকবে সুস্থ ও সুন্দর। এরপর ত্বক অনুযায়ী ক্লিনজার, ময়েশ্চারাইজার, টোনার নির্বাচন করতে হবে। যদি শুষ্ক ত্বক হয় তাহলে ক্লিনজিং মিল্ক, আর তৈলাক্ত কিংবা কম্বিনেশন ত্বক হলে ভালো মানের ফেসওয়াশ ব্যবহার করতে হবে। এর পর ব্যবহার করুন টোনার বা পিউর রোজ ওয়াটার।

ত্বক যদি শুষ্ক হয়, তাহলে বাটারবেজড ময়েশ্চারাইজার, আর অয়েলি বা কম্বিনেশন স্কিন হলে জেলবেজড ময়েশ্চারাইজার ব্যবহার করুন। এর পর দিনের বেলায় সানব্লক এবং রাতে নাইট ক্রিম ব্যবহার করুন। মেকআপ করার আগে প্রাইমার লাগিয়ে, লিকুইডবেজড ফাউন্ডেশন ব্যবহার করুন।

যেহেতু বসন্তের সময় তাই ত্বকে আর্দ্রতা ধরে রাখা অত্যন্ত জরুরি। ভিটামিন ই এবং যে কোনও এসেনশিয়াল তেল সমৃদ্ধ ময়েশ্চারাইজার ব্যবহার করা অত্যন্ত জরুরি। প্রতিদিন আট থেকে ১০ গ্লাস পানি পান করতে হবে অবশ্যই। তাহলে ত্বক হারানো দীপ্তি ফিরে পাবে।

বিজ্ঞাপন

উৎসবের একটি বড় অংশ থাকে বাইরে ঘুরে বেড়ানো। তাই এই সময় অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করতে হবে। সব সময় ঘর থেকে বের হওয়ার ১৫ থেকে ২০ মিনিট আগে ভালো মানের সানস্ক্রিন লাগাতে হবে।

ব্যস্ততার ফাঁকে সময় বের করে নিজের যত্ন নিন। দিনের একটি সময় হালকা ব্যায়াম করুন এবং ত্বকের য্ত্ন নিন। নিয়মিত ব্যায়াম ত্বকের দ্যুতি ধরে রাখতে সাহায্য করে।

এই মৌসুমে সকালে গোসলের পানিতে খানিকটা বাথ সল্ট মিশিয়ে দিন। এর পর শিয়া বাটার বা জলপাইয়ের তেল ব্যবহার করুন। বাথ সল্ট ত্বক কোমলভাবে এক্সফলিয়েট করবে এবং অলিভ অয়েল ত্বক কোমল রাখবে।

বিজ্ঞাপন

এই উপদেশগুলো উৎসবের মৌসুমে মেনে চলা বেশ কঠিন তবে নিজের স্বাস্থ্য এবং ত্বকের কথা চিন্তা করে অবশ্যই মিষ্টিজাতীয় খাবার খাওয়ার পরিমাণ কমাতে হবে। অতিরিক্ত চিনিজাতীয় খাবার খেলে ত্বকে ব্রণ এবং র‌্যাশের সমস্যা বৃদ্ধি পেতে পারে। তাছাড়া ওজন বাড়ার সমস্যা তো আছেই। তাই সব দিক চিন্তা করে চিনি ও মিষ্টিজাতীয় খাবার কম খাওয়াই ভালো।

সারাবাংলা/এসবিডিই

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন