বিজ্ঞাপন

রিয়ালকে হারাতে টুখেলের বাজির ঘোড়া গ্ন্যাব্রি

April 29, 2024 | 8:05 pm

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার মধ্যরাতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে ইউরোপিয়ান ক্লাসিকো। অ্যালিয়েঞ্জ অ্যারেনায় রিয়াল মাদ্রিদকে আতিথ্য দেবে বায়ার্ন মিউনিখ। ম্যাচের আগে রিয়ালকে হারানোর ব্যাপারে আত্মবিশ্বাসী বলে জানালেন বায়ার্ন কোচ থমাস টুখেল।

বিজ্ঞাপন

বায়ার্ন মিউনিখের গত এক যুগের রাজত্বে ধাক্কা দিয়ে এবার বুন্দেস লিগার শিরোপা জিতে নিয়েছে লেভারকুজেন। জার্মান কাপ থেকেও ছিটকে গিয়েছে বাভারিয়ানরা। একমাত্র চ্যাম্পিয়ন্স লিগেই টিকে আছে দলটি। সেখানেও ফাইনালে ওঠার লড়াইয়ে প্রতিদ্বন্দ্বী স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। যাদের বলা হয় চ্যাম্পিয়ন্স লিগের রাজা। তবে লস ব্লাঙ্কোসদের বিপক্ষে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বায়ার্ন কোচ থমাস টুখেল।

চলতি মৌসুমটা যেভাবে কেটেছে তাদের, তাতে শঙ্কা থেকেই যায়। তার উপর দলের এক ঝাঁক তারকার ফিটনেস নিয়েও দুশ্চিন্তায় আছেন টুখেল। কনরাড লাইমার, ম্যাথিউস ডি লিট, লেরয় সানে, জামাল মুসিয়ালা ও ডায়োট উপামেকানোকে পাওয়া নিয়ে রয়েছে সন্দেহ। তবে ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে সার্জ গ্ন্যাব্রি নিয়ে বাজী ধরলেন জার্মান কোচ।

মৌসুমটা খুব একটা ভালো কাটছিল না গ্ন্যাব্রির। তবে শেষের দিকে এসে ফিরে পেয়েছেন নিজেকে। শেষ চার ম্যাচের চারটিতেই গোল করে আছেন ছন্দে, যেখানে এর ঠিক আগের ১২ ম্যাচে গোলশূন্য ছিলেন তিনি। ১৯ ম্যাচে ছিল কেবল একটি গোল। সেই গ্ন্যাব্রির উপরই বাজী ধরলেন টুখেল। তিনি বলেন, ‘সার্জ গ্ন্যাব্রি গোল করতে চলেছে। এটা ঘটতে চলেছে। আমি জানি না এটি কোথা থেকে (মাথায়) এসেছে, তবে এটা ঘটতে চলেছে।’

বিজ্ঞাপন

কোয়ার্টার ফাইনালে আর্সেনালকে হারিয়ে এসেছে বায়ার্ন। যারা চলতি মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষে রয়েছে। তাদের বিপক্ষে জয় বায়ার্নকে প্রয়োজনীয় আত্মবিশ্বাস এনে দিয়েছে বলে জানান টুখেল। তাতে ১৪ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের বিপক্ষে লড়াইয়ের প্রত্যয় দেখান এই কোচ।

সবমিলিয়ে ওয়েম্বলিতে আরও একটি ফাইনাল খেলতে মরিয়া টুখেল বললেন, ‘আমাদের লক্ষ্য ওয়েম্বলিতে যাওয়া। আমরা আর্সেনালকে হারিয়েছি এবং এটি আমাদের অনেক আত্মবিশ্বাস দিয়েছে। আর রিয়াল মাদ্রিদের বিপক্ষে খেলাটা খুবই গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আমরা প্রতিদ্বন্দ্বিতা করতে মুখিয়ে আছি। আমরা শুধু আগামীকালের ম্যাচের দিকে মনোযোগী।’

রিয়ালের বিপক্ষে এই ম্যাচকেই ফাইনাল মনে করে খেলবেন বলে জানান তিনি, ‘এই ম্যাচটা অনেকটা ফাইনালের মতো। আমরা লাইনআপ এমনভাবে খুঁজে বের করতে যাচ্ছি যেন এটি একটি ফাইনাল। হ্যাঁ, আমরা জানি যে কিছু খেলোয়াড় পুরো ম্যাচ খেলতে পারবে না, কিন্তু আমরা ভাবতে চাই না যে দ্বিতীয় লেগ বাকি আছে। আমি জিততে এবং সেরা কন্ডিশনে পৌঁছানোর জন্য শুধুমাত্র এই ম্যাচ নিয়ে ভাবতে চাই।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএস

Tags: , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন