বিজ্ঞাপন

নগদের ৬০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ৩

April 30, 2024 | 4:06 pm

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

নরসিংদী: নরসিংদীতে নগদের দুই মাঠকর্মীকে গুলি করে ৬০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তাদের কাছ থেকে ছিনতাইয়ের ১৬ লাখ টাকা উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য জানান পুলিশ সুপার মোস্তাফিজ রহমান। গ্রেফতারকৃতরা হলো সদর উপজেলার শালিধা এলাকার বিধান মিয়া (৩০), জীতরামপুর এলাকার হৃদয় (২৪) এবং পলাশ উপজেলার ইছাখালী এলাকার সোলাইমান মিয়া (৩৭)।

পুলিশ সুপার জানান, গত ৪ এপ্রিল মোটরসাইকেলে করে রায়পুরায় যাচ্ছিলেন নগদের দুই কর্মী। এসময় রায়পুরা থানার আমিরগঞ্জ ইউনিয়নের মাহমুদ নগরের ১০নং ব্রিজসংলগ্ন রাস্তায় অজ্ঞাতনামা ব্যক্তিরা গুলি ছুড়ে আহত করে তাদের কাছে থাকা ৬০ লাখ টাকা ছিনিয়ে নেয়। পরে এ বিষয়ে রায়পুরা থানায় মামলা হলে ছিনতাইকারীদের গ্রেফতারে অভিযানে নামে জেলা গোয়েন্দা পুলিশ।

পরে তথ্য প্রযুক্তির সহায়তায় জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ছিনতাইয়ে জড়িত ৩ আসামিকে গ্রেফতার করা হয় এবং তাদের কাছ থেকে ছিনতাইয়ের ১৬ লাখ টাকা উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

এই আসামিদের নামে জেলার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

সারাবাংলা/এমও

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন