বিজ্ঞাপন

‘দিনে গড়ে ৪০০ থেকে ৪২৫ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপন্ন হচ্ছে’

May 7, 2024 | 6:51 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

সংসদ ভবন থেকে: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, বর্তমানে দেশে ৪৬১ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন সৌরবিদ্যুৎ কেন্দ্র জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে। যা থেকে দিনে ও পিক আওয়ারে গড়ে ৪০০ থেকে ৪২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৭ মে) জাতীয় সংসদে সিলেট ৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ হুছামুদ্দীনের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। এ সময় সংসদে সভাপতিত্ব করছিলেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

নসরুল হামিদ বলেন, ‘টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষের (স্রেডা) মাধ্যমে পরিচালিত ‘ন্যাশনাল ডাটাবেজ অব রিনিউবল এনার্জি’র আওতায় বর্তমানে সারাদেশে আবাসিক, বাণিজ্যিক, শিল্পকারখানা বা অন্যান্য স্থানে নেট মিটারিং সিস্টেমের আওতায় মোট ১০২.১৮৮ মেগাওয়াট পিক ক্ষমতাসম্পন্ন ২২৭৪টি সৌরবিদ্যুৎ সিস্টেম স্থাপন করা হয়েছে।’

এছাড়া নেট মিটারিং সিস্টেম ছাড়া মোট ৭৯.৫৩২ মেগাওয়াট পিক ক্ষমতাসম্পন্ন ২৪৭টি সৌরবিদ্যুৎ সিস্টেম চালু রয়েছে বলে জানান বিদ্যুৎপ্রতিমন্ত্রী।

বিজ্ঞাপন

সারাবাংলা/এএইচএইচ/পিটিএম

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন