বিজ্ঞাপন

বেলকুচিতে এবার আরেক ইউপি চেয়ারম্যানের গাড়ি জব্দ

May 8, 2024 | 4:39 pm

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

সিরাজগঞ্জ: জেলার বেলকুচিতে ইসি’র অনুমোদনবিহীন গাড়ি নিয়ে ভোটকেন্দ্রের আশপাশে ঘোরাফেরা করায় নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অপরাধে রাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের প্রাইভেটকার জব্দ করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বিজ্ঞাপন

বুধবার (৮ মে) দুপুর দেড়টার দিকে উপজেলার সমেশপুর উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রের পাশ থেকে তার গাড়িটি জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে জেলা গোয়েন্দা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. জুলহাজ উদ্দীন বলেন, ‘নির্বাচন কমিশনের অনুমতি ছাড়া ইউপি চেয়ারম্যান সোনিয়া সবুর আকন্দ তার ব্যক্তিগত গাড়ি নিয়ে ভোটকেন্দ্র এলাকায় ঘোরাফেরা করে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করেছেন। এ অপরাধে তার গাড়িটি জব্দ করে বেলকুচি থানা হেফাজতে নেওয়া হয়েছে।’

কামারখন্দ সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আদনান মোস্তাফিজ বলেন, ‘নির্বাচনের দিন ভোটকেন্দ্রের আশপাশে অনুমোদনহীন গাড়ি নিয়ে ঘোরাফেরা আচরণবিধি লঙ্ঘন। সমেশপুর কেন্দ্রের পাশে ইউপি চেয়ারম্যান সোনিয়া সবুর আকন্দের গাড়ি রাখা ছিল। এ সময় তার গাড়িটি জব্দ করা হয়।’

বিজ্ঞাপন

এর কিছুক্ষণ আগে একই উপজেলার ভাঙ্গাবাড়ি ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলামকে তামাই পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে ৯৪ হাজার টাকাসহ আটক করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

প্রসঙ্গত, সারাদেশের মতো সিরাজগঞ্জে বেলকুচিসহ তিনটি উপজেলায় প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচন চলছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/পিটিএম

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন