বিজ্ঞাপন

‘দ্রব্যমূল্য বেড়েছে, সীমিত আয়ের মানুষের কষ্ট হচ্ছে’

May 8, 2024 | 7:19 pm

স্পেশাল করেসন্ডেন্ট

সংসদ ভবন থেকে: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দ্রব্যমুল্য বেড়েছে এবং এর প্রভাব আছে। ফলে সীমিত আয়ের মানুষের কষ্ট হচ্ছে। তবে সেদিকে লক্ষ্য রেখে সরকার ব্যবস্থা নিচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

বৃধবার (৮ মে) দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে আওয়ামী লীগের সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুলের এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সব কথা জানান। এ সময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করছিলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘টিসিবিতে যে লোকবল আছে সেটা দিয়ে আমরা এখনই মানুষের যেভাবে সেবা করে যাচ্ছি সেটাই যথেষ্ট। আর সাধারণ মানুষের যাতে কষ্ট না হয় সে দিকে লক্ষ্য রেখেই আমরা ব্যবস্থা নিচ্ছি। হ্যাঁ, দ্রব্যমুল্য বৃদ্ধি পেয়েছে। যার প্রভাব আছে, বিশেষ করে যারা সীমিত আয়ের তাদের জন্য কষ্ট হচ্ছে। তবে, গ্রামে যারা নিজেরা উৎপাদন করতে পারেন বা করছেন তাদের জন্য খুব একটা কষ্ট নেই, হাহাকারও নেই। তারপরও আমাদের সবসময় প্রচেষ্টা দ্রব্যমুল্য যেন নিয়ন্ত্রণে থাকে। তার জন্য যথাযথভাবে যেসব পণ্য প্রয়োজন আমরা সেগুলোর উৎপাদন বাড়ানোরও পদক্ষেপ নিয়েছি। পাশাপাশি আমদানিও করে যাচ্ছি, সেখানে যত টাকাই লাগুক।’

সংসদ নেতা বলেন, ‘আমরা কিন্তু খরচ করে যাচ্ছি। যার জন্য আমাদের রিজার্ভেও চাপ পড়ছে। রির্জাভে চাপ পড়লেও মানুষের কল্যাণটাই হচ্ছে সব থেকে বড় কথা। সে দিকটাই আমরা লক্ষ্য রাখছি। আমরা যে পারিবারিক কার্ড দিয়েছি, তার ফলে কিন্তু স্বল্প মূল্যে চালসহ অন্যান্য পণ্য কেনারও একটা সুযোগ তৈরি হয়েছে। আবার যারা আরও দরিদ্র তাদের জন্য আরও কম মূল্যে চাল বিক্রির ব্যবস্থা করেছি। আবার যারা হতদরিদ্র তাদের জন্য বিনামূল্যে চাল দিচ্ছি। টিসিবির এখন যে জনশক্তি আছে তা দিয়েই কিন্তু আমরা যথাযথভাবে সবকিছু নিয়ন্ত্রণ করতে সক্ষম হচ্ছি।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এএইচএইচ/পিটিএম

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন