বিজ্ঞাপন

বিশ্বকাপের দেশে শান্ত-সাকিবদের ঈদ উদযাপন

June 16, 2024 | 11:15 pm

স্পোর্টস করেসপন্ডেন্ট

বিশ্বকাপ খেলতে বাংলাদেশ এখন ওয়েস্ট ইন্ডিজে। আগে থেকেই জানা ছিল, ঈদটা এবার বিশ্বকাপের দেশেই করতে হবে ক্রিকেটারদের। বাংলাদেশি ক্রিকেটারর আজ ঈদ উদযাপন করে ফেলেছেন।

বিজ্ঞাপন

বাংলাদেশে ঈদ-উল আযহা উদযাপিত হবে আগামীকাল। ওয়েস্ট ইন্ডিজের সেন্ট ভিনসেন্টেও আগামীকাল ঈদ উদযাপিত হবে। তবে কাল নেপালের বিপক্ষে বাংলাদেশের খেলা। তাছাড়া বাংলাদেশের সুপার এইট নিশ্চিত হলে কালই আইসিসির তত্বাবধানে সেন্ট ভিনসেন্ট থেকে অ্যান্টিগা যেতে হবে। ফলে আজই ঈদের নামায পরে ফেলেছেন ক্রিকেটাররা। উল্লেখ্য, বিশ্বের অনেক জায়গাতেই আজ ঈদ উদযাপিত হয়ে যাচ্ছে।

সকালে স্থানীয় এক ঈমামকে হোটেলে ডেকে এনে সেখানেই ঈদের নামায পরেছেন ক্রিকেটাররা। তারপর দুপুরেরটা রান্না করানো হয়েছে স্থানীয় মুসল্লিদের দিয়ে। একসঙ্গে দুপুরের খাবার খেয়েছেন ক্রিকেটাররা।

ঈদ উদযাপন বলতে একে অপরের সঙ্গে কোলাকুলি এবং ফেসবুকে ছবি পোস্ট করা, এতোটুকুই করতে পেরেছেন ক্রিকেটাররা। তরুণ পেসার শরিফুল ইসলাম ফেসবুকে ছবি পোস্ট করেছেন। ছবিতে সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান, রিশাদ হোসনদের দেখা গেছে হাস্যজ্জ্বল মুখে। শরিফুল ক্যাপশনে লিখেছেন, ‘আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে ঈদুল আজাহার শুভেচ্ছা। আপনার পাশের মানুষের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করুন। ঈদ মোবারক।’

বিজ্ঞাপন

কাল ক্রিকেটাররা যখন নেপালের বিপক্ষে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচটা খেলবেন, বাংলাদেশে তখন ঈদ উদযাপন হবে। কাল নেপালের বিপক্ষে জিতলে সরাসরি বিশ্বকাপের সুপার এইটে যাবে বাংলাদেশ। সেটা হবে বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম নকআউট পর্বে যাওয়া। তেমনটা হলে বাংলাদেশিদের ঈদের আনন্দন নিশ্চয় বাড়বে!

সারাবাংলা/এসএইচএস

Tags:

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন