বিজ্ঞাপন

সংকটে ভারতের গণতন্ত্র : নন্দিতা দাস

June 9, 2018 | 4:23 pm

।। শুভজিৎ পুততুন্ড, কলকাতা থেকে ।।

বিজ্ঞাপন

ভারতের গণতন্ত্র সংকটে রয়েছে বলে মন্তব্য করেছেন সে দেশের জনপ্রিয় অভিনেত্রী ও পরিচালক নন্দিতা দাস।

তিনি দাবি করেছেন, ‘ভারতে শিল্পী, লেখক ও তার্কিকদের প্রতিনিয়ত কোনো না কোনোভাবে টার্গেট করা হচ্ছে। তা ছাড়া ভারতের মাটিতে দক্ষিণপন্থী সংগঠনগুলোরও দ্রুত উত্থান ঘটছে।’

পরিচালক সঞ্জয় লীলা বানশালীর পদ্মাবতী হোক বা ‘এস দুর্গা’-এর স্ক্রিনিং হোক সব ছবি ঘিরেই একের পর এক বিতর্ক হচ্ছে উল্লেখ করে নন্দিতা দাস বলেন, শিল্পীর স্বাধীনতা নিয়েও প্রতিদিন বিতর্ক হচ্ছে। হিন্দি ছবিতে পাকিস্তানি কলাকুশলীদের কাজের উপরেও বসছে সাময়িক বিধিনিষেধ।

বিজ্ঞাপন

নন্দিতা আরও বলেন, মার্টিন লুথার কিং জুনিয়র বলেছেন, আমাদের শেষের শুরু সেদিন হবে যেদিন আমরা অন্যায়ের প্রতিবাদ না করে চুপ করে থাকা শুরু করবো। ইদানিং ভারতের সংবাদমাধ্যম হোক বা সাধারণ মানুষ, নজরদারেরা তাদের মুখ হয় বন্ধ করে দিচ্ছে নয় তো তারা নিজেরাই চুপ থাকছে। যা ভয়ঙ্কর। একটা সমাজ তথনই এগিয়ে যেতে পারে, যখন নানা মত প্রকাশিত হয়, আলোচনার স্বাধীনতা থাকে। আর সেই স্থান সংকুচিত হয়ে পড়লে গণতন্ত্র তো বটেই মানবাধিকারও বিপন্ন হয়ে পড়ে।

সারাবাংলা/এসপি/এমআই

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন