বিজ্ঞাপন

ডাকসু নির্বাচন: হাইকোর্টের রায় স্থগিত চেয়ে ঢাবি উপাচার্যের আপিল

September 17, 2018 | 10:58 am

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন বিষয়ে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত চেয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান আপিল দায়ের করেছেন। গতকাল রোববার (১৬ সেপ্টেম্বর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আপিলটি দায়ের করা হয়।

আপিলে অ্যাডভোকেট অন রেকর্ড হয়েছেন মধু মালতি।

সোমবার (১৭ সেপ্টেম্বর) নির্বাচন চেয়ে রিট দায়ের করা আইনজীবী মনজিল মোরশেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

যদিও গতকাল রোববার (১৬ সেপ্টেম্বর) ছাত্রলীগ, ছাত্রদল, ছাত্র ইউনিয়ন, ছাত্র ফেডারেশনসহ ক্যাম্পাসে ক্রিয়াশীল সংগঠনগুলোর সঙ্গে বৈঠক করে ঢাবি প্রশাসন। ওই বৈঠক শেষে উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান বলেছিলেন, ‘ডাকসু নির্বাচনের বিষয়টি গভীরভাবে অনুভব। নির্বাচনটা দরকার। সে জন্য ছাত্রসংগঠনগুলোর সঙ্গে আলোচনা করেছি। ছাত্রসংগঠনগুলোর সঙ্গে আরও বৈঠক দরকার হতে পারে।’

আরও পড়ুন: গভীরভাবে অনুভব করছি ডাকসু নির্বাচন দরকার: উপাচার্য

এর আগে, গত ১৭ জানুয়ারি আদালত তার এক আদেশে ৬ মাসের মধ্যে ডাকসু নির্বাচন দিতে ঢাবি উপাচার্যসহ সংশ্লিষ্টদের নির্দেশ প্রদান করেন। বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ ওই নির্দেশ দেন।

বিজ্ঞাপন

আদালতে রিটের শুনানি করেছিলেন আইনজীবী মনজিল মোরশেদ। অন্যদিতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

  আরও পড়ুন: ‘ডাকসু নির্বাচন নিয়ে ঢাবি কর্তৃপক্ষ তামাশা করছে’

সারাবাংলা/এজেডকে/এমও

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন