বিজ্ঞাপন

হলি আর্টিজান মামলা: হাসনাত করিমের জামিন নামঞ্জুর

July 26, 2018 | 9:25 pm

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

ঢাকা: বহুল আলোচিত হলি আর্টিজান হামলার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার হওয়া নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক হাসনাত রেজা করিমের জামিন নামঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (২৬ জুলাই) বিকেলে ঢাকা মহানগর হাকিম ফাহাদ বিন আমিন চৌধুরীর আদালত এ আদেশ দেন।

এদিন হাসনাত রেজা করিমের পক্ষে আদালতে জামিন শুনানি করেন  আইনজীবী হাসিব উল রশীদ।

বিজ্ঞাপন

মামলার বিবরণে বলা হয়, গত ২০১৬ সালের ১ জুলাই হলি আর্টিজানে জঙ্গি হামলার ঘটনায় হাসনাত করিমকে গ্রেফতার করা হয়। সম্প্রতি ওই মামলায় চার্জশিট দাখিল করেছে পুলিশ। চার্জশিট হাসনাত করিমের জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়নি।

গত ২৩ জুলাই মামলার তদন্ত কর্মকর্তা কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) বিভাগের পরিদর্শক হুমায়ুন কবির ২১ জনের বিরুদ্ধে এ মামলায় চার্জশিট দাখিল করেন।

চার্জশিটে হাসনাত রেজা করিমের বিরুদ্ধে ওই ঘটনায় জড়িত থাকার বিষয়ে তথ্য-প্রমাণ না পাওয়ায় তাকে অব্যাহতি দেওয়ার আবেদন করেন।

বিজ্ঞাপন

এ ছাড়া, চার্জশিটভুক্ত ২১ জনের মধ্যে ১৩ জন মৃত্যুবরণ করায় তাদেরও অব্যাহতির আবেদন করা হয়েছে। সে হিসেবে আট জনের বিচারই আদালতে অনুষ্ঠিত হবে। নিহত ১৩ জনের মধ্যে পাঁচ জন হামলার পরদিন সকালে সেনাবাহিনীর অভিযানে এবং বাকি আট জন বিভিন্ন সময় জঙ্গিবিরোধী অভিযানে নিহত হয়।

সারাবাংলা/এআই/টিআর

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন