বিজ্ঞাপন

বদলে যাচ্ছেন নেইমার

July 30, 2018 | 6:15 pm

।। স্পোর্টস ডেস্ক ।।

বিজ্ঞাপন

রাশিয়া বিশ্বকাপে কম সমালোচিত হয়নি ব্রাজিল তারকা নেইমার। একেক পর এক মাঠে পড়ে থেকে সমালোচনার মুখে পড়তে হয়েছে তাকে। তবে, এবার ব্রাজিল সেনসেশন জানিয়ে দিলেন, সব সমালোচনা মেনেই বদলে যাচ্ছেন তিনি।

রাশিয়া বিশ্বকাপে ২টি গোল করেছেন ব্রাজিলের নাম্বার টেন। তবে কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের কাছে হেরে আসর থেকে বিদায় নিতে হয়েছে তার দল ব্রাজিলকে। আর তাতেই বেশ হতাশ হয়েই দেশে ফিরেছেন নেইমার। বিশ্বকাপ আসরের সেরা দশ খেলোয়াড়দের তালিকায়ও ছিলেন না নেইমার।

তবে, এবারের বিশ্বকাপে আসরে সবচেয়ে বেশি (২৩ বার) ফাউলের শিকার হয়েছেন নেইমার। ফাউলের স্বীকার হয়ে প্রথম চার ম্যাচেই সবমিলিয়ে ১৩ মিনিট ৫০ সেকেন্ড মাঠে পড়ে ছিলেন নেইমার। যা প্রায় এক ম্যাচের ছয় ভাগের এক ভাগ। শুধুমাত্র মেক্সিকোর বিপক্ষে শেষ ষোলোর ম্যাচেই প্রায় সাড়ে পাঁচ মিনিট মাঠে পড়ে থেকে সময় নষ্ট করেছেন এই ব্রাজিলিয়ান তারকা। মাঠে তার এমন আচরণের কারণেই তাকে নিয়ে সমালোচনা ছড়িয়েছে সমর্থকদের মাঝে।

বিজ্ঞাপন

কিন্তু বিশ্বকাপে তাকে নিয়ে যে সমালোচনা হয়েছে তা যে পুরোপুরি সত্য নয়, সেটাই বলে দিলেন তিনি, ‘আপনি হয়তো ভাবতে পারেন আমি বাড়াবাড়ি করেছি, হয়তো মাঝেমাঝে সেটা করেছি। কিন্তু সত্যি কথা হচ্ছে, মাঠে আমাকে বেশ ভুগতে হয়েছে। এসব থেকে কিভাবে বাঁচতে হবে সে আমার ধারণা ছিলনা।’

‘যখন সংবাদমাধ্যমের সামনে কথা বলতে চাই না, তার মানে এই নয় যে, শুধু জিততেই পছন্দ করি। এর কারণ, আমি হতাশ করতে শিখিনি। আমাকে যখন রুঢ দেখায়, এর মানে এই নয় যে আমি পণ্ড ছেলে। এর কারণ, কীভাবে হতাশার সঙ্গে মানিয়ে নিতে হবে সেটা আমি জানি না।’

বিজ্ঞাপন

‘আমার মধ্যে এখনও এক শিশুর বসবাস। মাঝে মধ্যে তা বিশ্বকে আলোকিত করে, আর বাকি সময় সবাইকে বিরক্ত করে। এই শিশুকে বাঁচিয়ে রাখতেই আমাকে যুদ্ধ চালিয়ে যেতে হয়। এটা শুধু আমার ভেতর থাকে, মাঠের ভেতর নয়। আপনার মনে হতেই পারে, খুব বেশি পড়ে গেছি। কিন্তু বাস্তবতা হচ্ছে, ভেঙে চুরমার হয়েছি। অস্ত্রোপচার হওয়া গোড়ালি মাড়িয়ে যাওয়ার থেকেও এটা বেশ কষ্টের।’

নিজেকে নতুন ভাবেই প্রস্তুত করছেন নেইমার, ‘আমি আপনাদের সমালোচনা মেনে নিয়েছি। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখেছি এবং নিজেকে নতুনভাবে তৈরি করছি। হৃদয়ের দরজা খুলে এখানে দাঁড়িয়ে আছি।’

তাকে নিয়ে সমালোচনা থেকে দূরে থাকার অনুরোধও করেন ব্রাজিল স্ট্রাইকার, ‘আমি অনুভব করি, যারা পড়ে যায় তারাই উঠে দাঁড়াতে পারে। আপনি চাইলে আমার দিকে পাথর ছাড়তে পারেন, অন্যদিকে ছুঁড়ে মারতে পারেন। আবার আমাকে দাঁড়াতে সহায়তাও করতে পারেন। কারণ, যখন আমি উঠে দাঁড়াবো, তখন দেশটাও আমার সঙ্গে উঠে দাঁড়াবে।’

 

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএন

 

সারাবাংলায় পড়ুন: গড়াগড়ি করে কতো সময় নষ্ট করলেন নেইমার?

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন