বিজ্ঞাপন

‘পাতলা খান লেনে বাঘ আসিয়াছিলো’

August 17, 2018 | 12:46 pm

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট।।

বিজ্ঞাপন

‘‌আমাদের সমাজে কেউ নেশা করাকে প্রাধান্য দেয়। কেউ তার জীবনে প্রেমকে প্রাধান্য দেয়। আবার কারও ভেতর সন্দেহবাতিকতা বেশি। অনেকে বই পড়তে ভালোবাসে। এই নাটকটি তিন ধরনের মানুষের অভ্যাসের ওপর ভিত্তি করে নির্মিত হয়েছে। একটি চরিত্রে সঙ্গে আর একটি চরিত্র সুতোর মতো বোনার চেষ্টা করেছি। পুরো কাহিনী জানতে হলে নাটকটি দেখতে হবে। এখন গল্পটি বলে দিলে আগ্রহ থাকবে না। তবে বলতে পারি,এটি দেখে মানুষ হতাশ হবে না।’

এভাবে কাহিনীর ঘাড়ে নিঃশ্বাস ফেলে নিজের নির্মিত খণ্ডনাটক প্রসঙ্গে সারাবাংলার সঙ্গে কথা বলেছেন নির্মাতা আব্দুল্লাহ আল মুক্তাদির। ‌‘পাতলা খান লেনে বাঘ আসিয়াছিলো’ শিরোনামের খণ্ডনাটকটি তার সঙ্গে যৌথভাবে পরিচালনা করেছেন ফাহাদ খান। সাধনা আহমেদের গল্পে নাটকের চিত্রনাট্য লিখেছেন নির্মাতাদ্বয়।

নাটকের নাম শুনে ভ্রু কুঁচকে যেতে পারে। যাওয়াটাই স্বাভাবিক। এমন অপ্রচলিত নাম নির্বাচনের কারণ জানতে চাইলে আব্দুল্লাহ বলেন, ‘নাটকের নামের কারণে দর্শকদের মাঝে একধরনের আগ্রহ তৈরী হয়েছে বলে মনে করি। অনেক নাটক আছে যেগুলোর নাম শুনলে কাহিনী বলে দেয়া যায়। আমাদের এই নাটকের নামের সঙ্গে কাহিনীর মিল থাকলেও আগে থেকে কাহিনী আঁচ করা যাবে না। তবে এতটুকু বলতে পারি, কাহিনীর কারণেই এমন নামকরণ করা হয়েছে।’

বিজ্ঞাপন

নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, সাফা কবির, মুনিরা মিঠুসহ আরও অনেকে। এটি ভাই ব্রাদার এক্সপ্রেসের গুচ্ছ নাটক প্রকল্পে চ্যানেল আইতে ঈদুল আজহার ষষ্ঠদিন রাত ৯টা ৩৫ মিনিটে প্রচারিত হবে।

সারাবাংলা/আরএসও/টিএস

বিজ্ঞাপন

Tags: , , , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন