বিজ্ঞাপন

‘তামিমের সঙ্গে খেলতে সবসময়ই ভালো লাগে’

August 26, 2018 | 4:35 pm

স্পেশাল করেসপন্ডেন্ট।।

বিজ্ঞাপন

ঢাকা: এই মুহূর্তে বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটি, এশিয়া কাপে তামিম ইকবালের ওপেনিং সঙ্গী কে হবেন?

এই মুহূর্তে লিটন দাসই এগিয়ে আছেন বলে মনে হচ্ছে। তবে ২০১৫ বিশ্বকাপের পর তামিম যে ক’জন সঙ্গী পেয়েছেন, তাদের মধ্যে ইমরুল কায়েসের সঙ্গেই গড় সবচেয়ে বেশি। দু’জন ৯ ম্যাচে রান তুলেছেন ৫৪০, প্রায় ৬০ গড়ে। তবে গত বছর দক্ষিণ আফ্রিকা সিরিজে সর্বশেষ ওয়ানডে খেলার পর আর সুযোগ পাননি কায়েস।

রোববার (২৬ আগস্ট) মিরপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কায়েস বললেন, তামিমের সঙ্গে খেলাটা তিনি সব সময়ই উপভোগ করেন, ‘তামিমের সাথে সবসময় খেলতে ভালো লাগে, কারণ আমাদের পার্টনারশিপটা খুব ভালো হয়। আমরা ভাগ্যবান যে আমাদের পার্টনারশিপটা ভালো হয় এবং অনেক বড় বড় রান করেছি আমরা এক সাথে। যদি আবার সুযোগ হয় তাহলে আবার সেই পারফরম্যান্স ফিরিয়ে আনতে চেষ্টা করব।’

বিজ্ঞাপন

দক্ষিণ আফ্রিকা সফরের পর থেকে সীমিত ওভারের ক্রিকেটে কায়েসের সময়টা ভালো যায়নি। এর মধ্যে চোটে পড়েছিলেন, সেরেও উঠেছেন। এখন পুরোপুরি অনুশীলনও শুরু করেছেন। এশিয়া কাপের দলে থাকার ব্যাপারেও আশাবাদী কায়েস, ‘নিজেকে সবসময় প্রস্তুত করে রাখি। যখনই জাতীয় দলে সুযোগ পাব তখন সেই সুযোগটাকে কাজে লাগানোর জন্য প্রস্তুত রাখা জরুরী। সবসময় নিজেকে ফিট রাখার চেষ্টা করি। আপনারা জানেন ওয়েস্ট ইন্ডিজ সফরে গেলেও কোন ম্যাচ খেলার সুযোগ পাই নি। তবে আমি ঈদের ছুটির শুরুর পূর্ব পর্যন্ত অনুশীলন করছি। মাঝে ঢাকার বাইরে গিয়েছিলাম, ট্রিটমেন্টের জন্য। যতদিন আমি এখানে ছিলাম, ততদিন অনুশীলন করেছি।’

সামনের বছরেই বিশ্বকাপ, সেখানে তামিমের সঙ্গী হওয়ার সুযোগটা এখনো আছে ভালোমতোই। তবে কায়েস এখনই অতদূর ভাবতে চাইছেন না, ‘২০১৯ বিশ্বকাপ নিয়ে ভাবছি না, কারণ ১০ মাসে অনেক কিছুই পরিবর্তন হবে। তবে যখনই সুযোগটা আসবে আমি চেষ্টা করবো সুযোগটা কাজে লাগানোর। বিশ্বকাপটা ভাগ্যের বিষয়। অনেক সময় দলে থেকেও কেউ খেলতে পারে না, ইনজুরি বা অন্য কোন সমস্যা হয়। আমার মনে হয় সেই বিশ্বকাপ চিন্তা না করে এখন সিরিজ বাই সিরিজ চিন্তা করা উচিত।’

সারাবাংলা/এএম/এসএন

বিজ্ঞাপন

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন