বিজ্ঞাপন

‘৭০ ভাগ ফিট থেকেও দলের জয়ে অবদান রাখতে পারে সাকিব’

September 6, 2018 | 2:38 pm

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

ত্রিদেশীয় সিরিজের সময় আঙুলে যে চোট পেয়েছিলেন সাকিব আল হাসান, সেটা নিদাহাস ট্রফিতেও শুরু থেকে তাকে খেলতে দেয়নি। এরপর আফগানিস্তান সিরিজে মাঠে ফিরেছেন, ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও খেলেছেন। কিন্তু আঙুলে ব্যথা থেকেই গেছে। এশিয়া কাপে সাকিব খেলবেন, সেই আভাস পাওয়া গিয়েছিল স্কোয়াড ঘোষণার আগে থেকেই। বিসিবি সভাপতি নাজমুল হাসান বলেছিলেন, সাকিবকে এশিয়া কাপে চাইছে দল। পরে জানানো হয়, সাকিব এশিয়া কাপের পরেই সার্জারি করাবেন।

এশিয়া কাপের মিশনে যোগ দেওয়ার আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বাংলাদেশের কোচ স্টিভ রোডসও কথা বললেন সাকিবকে নিয়ে। তিনি বললেন, ‘আমি মনে করি সাকিব ২০-৩০ ভাগ ফিট। হয়তো তার চেয়েও বেশি ফিট। আমি নিশ্চিত, সে এর চেয়ে ভালো অবস্থায় আছে। ওয়েস্ট ইন্ডিজে এই অবস্থায় থেকেও সে দারুণ খেলেছে, বল, ব্যাট ও ফিল্ডিংয়েও ভালো পারফর্ম করেছে। সবাই জানে তার অস্ত্রোপচার দরকার। বোর্ড সভাপতির সঙ্গে কথা বলেই সে ব্যাপারটা ঠিক করেছে। সাকিব বাংলাদেশের জন্য খুব বড় একজন ক্রিকেটার। সে যদি ৬০-৭০ ভাগ ফিটও হয়, তাহলেও তার কাছ থেকে অনেক কিছু পাওয়া যাবে।’

ওয়েস্ট ইন্ডিজ সফর শেষেই সাকিব হজ করতে গেছেন। সেখান থেকে চলে গেছেন যুক্তরাষ্ট্র, সরাসরি যোগ দেওয়ার কথা দুবাইয়ে। তার ক্যাম্পে না থাকাটা কীভাবে দেখছেন কোচ? তিনি এটা সমস্যা মনে করছেন না, ‘আমার মনে হয় না এটা দলের ওপর বড় প্রভাব ফেলবে। সবাই সাকিবকে সম্মান করে, সবাই বুঝতে পেরেছে তার এই সময়টুকু দরকার। সে শুধু ব্যাট করে না, বল করে, টি-টোয়েন্টি-টেস্টের অধিনায়কও। সব ফরম্যাটে সে খেলে।’

বিজ্ঞাপন

রোডস মনে করছেন, অনুশীলন ছাড়াই সাকিব ভালো খেলতে পারবেন, ‘সে নিজের ব্যাপারটা ভালোমতো জানে। সেজন্য তার সবসময় অনুশীলন করা জরুরি নয়। ওয়েস্ট ইন্ডিজেই সে সেটা দেখিয়েছে। আমি নিশ্চিত, এখানে অনুশীলন না করাটা সাকিবের ওপর প্রভাব ফেলবে না।’

ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও অনেকটা একই সুরে কথা বললেন। বল ছেড়ে দিয়েছেন সাকিবের কোর্টেই, ‘শেষ ওয়েস্ট ইন্ডিজ সফরে সাকিব যেভাবে খেলেছে, সেই হিসেবে সাকিবই সবচেয়ে ভালো বলতে পারবে সে কেমন আছে। সবমিলিয়ে যদি আপনি সাকিবের পারফর্ম দেখেন, তাহলে বলতে হবে আমাদের জয়ের জন্য তার পারফর্ম অনেক বড় ভূমিকা পালন করেছে। আমার কাছে মনে হয় সে অতটুকু সুস্থ থাকলে সেটা দলের জন্য যথেষ্ট। তবে সিদ্ধান্তটা সাকিবের। এখানে কারো কোনো হাত নেই। সিদ্ধান্ত নেয়ার পর এখানে অজুহাতের কোনো জায়গা থাকার কথা না। সে যখন খেলবে তখন শতভাগ দিয়েই খেলবে। ’

ইনজুরির পর অস্ট্রেলিয়ার শল্যবিদের পরামর্শ নিয়েছেন সাকিব, বিসিবির চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী নিজেই নিশ্চিত করেছেন, সাকিবের অস্ত্রোপচার লাগবে। তবে আপাতত খেলে যেতে বাধা নেই, ব্যথানাশক ইনজেকশন নিয়েই মাঠে নামতে পারবেন।

বিজ্ঞাপন

ওয়েস্ট ইন্ডিজ থেকে ফেরার পর পরেই সাকিব বলেছিলেন, অস্ত্রোপচার যত দ্রুত সম্ভব করিয়ে ফেলতে চান। কিন্তু এবার হজ করতে গিয়ে বিসিবি সভাপতির সঙ্গে কথা বলে অস্ত্রোপচার জিম্বাবুয়ে সিরিজের সময়ই করিয়ে ফেলতে চান বলে জানিয়েছেন।

সারাবাংলা/এএম/এমআরপি

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন