বিজ্ঞাপন

গুজবের মামলায় ১২ শিক্ষার্থী রিমান্ডে

September 10, 2018 | 6:36 pm

।। স্টাফ করেসপন্ডেন্ট।।

বিজ্ঞাপন

ঢাকা: নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন চলাকালে গুজব ছড়ানোর অভিযোগে দায়ের করা মামলায় ১২ শিক্ষার্থীর দুইদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শুনানি শেষে সোমবার ঢাকার মহানগর হাকিম নুরুন্নাহার ইয়াসমিন এ রিমান্ডে আদেশ দেন।

রিমান্ড যাওয়া আসামিরা হলেন তারেক আজিজ, মো. তারেক, জাহাঙ্গীর আলম, মোজাহিদুল ইসলাম, আল আমিন, জহিরুল ইসলাম, বোরহান উদ্দিন, ইফতেখার আলম, মেহেদী হাসান রাজিব, মাহফুজ, সাইফুল্লাহ ও রায়হানুল আবেদীন।

বিজ্ঞাপন

এদিন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক নিরু মিয়া ওই ১২ আসামিকে আদালতে হাজির করেন ৭ দিন করে রিমান্ড আবেদন করেন।

আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর প্রত্যেক আসামিকে দুই দিন করে রিমান্ড মঞ্জুরের আদেশ দেন।

অপরদিকে আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট জসিম উদ্দিন, কামাল হোসেনসহ আরও অনেকেই রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন।

বিজ্ঞাপন

উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নাকচ করে এ রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য, রাজধানীর মহাখালী এলাকার বিভিন্ন মেস থেকে ১২ শিক্ষার্থীকে গত ৫ সেপ্টেম্বর রাতে ডিবি পরিচয়ে তুলে নেওয়ার পর অবশেষে। যদিও পুলিশ দাবি করেছে, ৯ সেপ্টেম্বর রাত ৯টার দিকে তেজকুনিপাড়া এলাকায় অভিযান চালিয়ে ওই ১২ জনকে আটক করা হয়। আটকদের অনেকেই ছাত্র আবার বেশ কয়েকজন অছাত্রও রয়েছে।

আটকের সময় তাদের কাছ থেকে বিভিন্ন স্কুল কলেজের ভুয়া আইডি কার্ড, স্কুল ড্রেস, ছাত্র শিবিরের বই, হাতুড়ি, প্লাস, কাটার, ছুরি, তিনটি ল্যাপটপসহ বেশকিছু জিনিসপত্র জব্দ করা হয়।

সারাবাংলা/এআই/একে

বিজ্ঞাপন

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন