বিজ্ঞাপন

ধকলের মধ্যে থাকা টাইগারদের সামনে ভারত পরীক্ষা

September 21, 2018 | 3:14 pm

।। স্পোর্টস করেসপন্ডেন্ট।।

বিজ্ঞাপন

ঢাকা: আফগানদের সাথে খেলা শেষ হতে না হতেই ব্যাগ গুছিয়ে দৌড় পরের ম্যাচের জন্য। সুপার ফোরে টাইগারদের জন্য অপেক্ষা করছে ভারত। হংকং আর পাকিস্তানকে হারিয়ে কোহলিহীন ভারত এবারের এশিয়া কাপও টপ ফেবারিট। অন্যদিকে লঙ্কানদের উড়িয়ে আফগানদের কাছে হেরে সুপার ফোর শুরু করতে চলেছে ধকল নেয়া বাংলাদেশ।

যদিও ভারতের ম্যাচকে সামনে রেখে মুশফিক আর ফিজকে বিশ্রামে দিয়েছে টাইগাররা। তাদের বদলে দলে সুযোগ পেয়েছিল শান্ত, রনি। এই ম্যাচের মধ্য দিয়ে প্রথম ম্যাচের সেঞ্চুরিয়ারিয়ান মুশফিক ও ম্যাজিক ফিজ ফিরছেন। অন্যদিকে একটু ফুরফুরে থাকবে ভারত।

আজ শুক্রবার (২১ সেপ্টেম্বর) দুবাইয়ে টিম ইন্ডিয়ার মুখোমুখি হবে টাইগাররা। জয় দিয়ে সুপার ফোর শুরুর লক্ষ্য থাকবে দুই দলের। বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টায় শুরু হবে ম্যাচটি। গ্রুপ পর্যায়ে সেরা পারফরম্যান্স দিয়েই সুপার ফোরে নাম লেখায় বাংলাদেশ ও ভারত।

বিজ্ঞাপন

এশিয়া কাপে ১০ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ভারত। এর মধ্যে ৯ বারই জয় পেয়েছে টিম ইন্ডিয়া। ভারতকে একবার হারানোর সুখস্মৃতি রয়েছে বাংলাদেশের। ২০১২ সালের আসরে নিজেদের মাটিতে ভারতকে পরাজিত করে টাইগাররা।

ওয়ানডেতেও জয়ের দিক দিয়ে বাংলাদেশের চেয়ে এগিয়ে ভারত। ৩৩ ম্যাচে ২৭টি জয় ও ৫টি ম্যাচে হারে টিম ইন্ডিয়া। তাই কাগজ-কলমের হিসাবে জয়ের দিক দিয়ে বেশ এগিয়ে ভারতই। কিন্তু সাম্প্রতিক ফর্মের বিচারে দুই দল সমান অবস্থানে।

সর্বশেষ দ্বিপক্ষীয় সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জয় করেছে বাংলাদেশ। ওই স্বাদ নিয়ে এবারের এশিয়া কাপ শুরু করে টাইগাররা। এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সে শুভ সূচনাই করে বাংলাদেশ।

বিজ্ঞাপন

এশিয়া কাপের আগে ইংল্যান্ড সফর করেছে ভারত। তিন ম্যাচের ওয়ানডে ও পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ হারে ভারত। তাই ওয়ানডে ও টেস্ট সিরিজ হারের স্বাদ নিয়ে এশিয়া কাপ শুরু করে টিম ইন্ডিয়া। অবশ্য এশিয়া কাপে গ্রুপ পর্বের দুই ম্যাচেই জয়ের স্বাদ পেয়েছে তারা। হংকংয়ের বিপক্ষে ২৬ রানের জয়ের পর চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে উড়িয়ে দেয় ভারত। পাকিস্তানকে ৮ উইকেটে হারায় রোহিত শর্মার দল। তবে হংকংয়ের বিপক্ষে জিততে বেশ বেগ পেতে হয়েছে ভারতের। তার পরও বোলারদের নৈপুণ্যে বড় লজ্জা থেকে রক্ষা পায় টিম ইন্ডিয়া। তবে গ্রুপ পর্বে দু’টি জয় আত্মবিশ্বাস বাড়িয়ে রেখেছে ভারতের, যা সুপার ফোরে কাজে দেবে।

বাংলাদেশ দল : মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান, মোহাম্মদ মিথুন, লিটন দাস, মুশফিকুর রহীম, আরিফুল হক, মাহমুদুল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, মেহেদি হাসান মিরাজ, নাজমুল ইসলাম অপু, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, আবু হায়দার রনি, নাজমুল হোসেন শান্ত ও মোমিনুল হক।

ভারত দল : রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, আম্বাতি রাইদু, মনীষ পান্ডিয়া, কেদার যাদব, মহেন্দ্র সিং ধোনি, দিনেশ কার্তিক, কুলদীপ যাদব, হার্ডিক পান্ডিয়া, যুজবেন্দ্রা চাহাল, অয় প্যাটেল, ভুবনেশ্বর কুমার, জসপ্রিত বুমরাহ, শারদুল ঠাকুর ও খলিল আহমেদ।

সারাবাংলা/জেএইচ

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন