বিজ্ঞাপন

দুই শিক্ষার্থীকে মারধরের ঘটনায় জাবির ৭ শিক্ষার্থী বহিষ্কার

October 2, 2018 | 11:48 pm

।। জাবি করেসপন্ডেন্ট।।

বিজ্ঞাপন

ঢাকা: তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে মারধরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৭ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বহিষ্কৃতরা হলো জাবি লোক প্রশাসন বিভাগের ৪৭তম ব্যাচের ইয়ারাফিউ শিকদার, মোস্তাফিজুর রহমান, সোহেল রানা, আমিনুল ইসলাম, ইফতেখার ইসলাম, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ৪২তম ব্যাচের নেজাম উদ্দিন নিলয় এবং বাংলা বিভাগের ৪৫ তম ব্যাচের শুভাষীষ ঘোষ।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির প্রাথমিক তদন্ত প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে ওই সাত শিক্ষার্থীকে সাময়িক বহিস্কারের সিদ্ধান্ত জানিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক অফিস আদেশ জারি করেন।

বিজ্ঞাপন

গত ২৪ সেপ্টেম্বর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের সুইমিং পুল সংলগ্ন এলাকায় বেড়াতে আসেন দুই বহিরাগত। সে সময় চ্যানেল আই অনলাইনের ক্যাম্পাস প্রতিনিধি সাংবাদিক মাহমুদুল হক সোহাগ ও কয়েকজন শিক্ষার্থী সেখানে অবস্থান করছিলেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের শহীদ রফিক-জব্বার হলের কয়েকজন ছাত্রলীগকর্মী সুইমিংপুলে গিয়ে বহিরাগত দুইজনকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন।

এ সময় সাংবাদিক মাহমুদুল হক সোহাগ ওই শিক্ষার্থীদের পরিচয় জানতে চান এবং বহিরাগত দুইজনকে তাদের হাত থেকে রক্ষা করেন। পরবর্তীতে এ ঘটনার সূত্রধরে ছাত্রলীগের ওইকর্মীরা দুপুর ১টার দিকে শারীরিক শিক্ষা বিভাগের সামনে সাংবাদিক মাহমুদুল হক সোহাগকে মারধর করে। এ সময় সোহাগের এক নারী সহপাঠী বাধা দিলে গেলে তাকেও মারধর করে তারা।

এ ঘটনায় মাহমুদু হক সোহাগ বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির কাছে লিখিত অভিযোগ দিলে প্রক্টরিয়াল বডি তদন্ত শেষে সাময়িক বহিষ্কৃত ওই সাতজনের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পান।

বিজ্ঞাপন

সারাবাংলা/একে

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন