বিজ্ঞাপন

আরও মঙ্গলের যাত্রা করবে সারাবাংলা

December 6, 2018 | 9:08 pm

।। সারাবাংলা ডেস্ক ।।

বিজ্ঞাপন

সারাবাংলা.নেটের প্রথম বর্ষপূর্তি অনুষ্ঠানে গাজী গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর গাজী গোলাম আশরিয়া বলেছেন, মাত্র এক বছরে সারাবাংলা আকাঙ্ক্ষার চেয়ে অনেক বেশি কিছুই করতে পেরেছে। তবে যেতে হবে আরও অনেক দূর।

বস্তুনিষ্ঠ সংবাদ ও সত্য ঘটনা তুলে ধরতে সারাবাংলার সার্বিক চর্চায় সব ধরনের সহায়তা করারও আশ্বাস দেন তিনি।

গোলাম আশরিয়া বলেন, ‘আশা করি এখান থেকে ভবিষ্যতে আরও মঙ্গলের যাত্রা হবে সারাবাংলার।’

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) সারাবাংলা.নেটের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনাড়ম্বর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘অল্প জনশক্তি নিয়ে আমরা সারাবাংলা শুরু করি। সেটা নিয়ে এত তাড়াতাড়ি এতদূর চলে আসব কল্পনাও করিনি। ইচ্ছা ছিল একটা জায়গায় দাঁড়াব, তারপর আরও কিছুদূর যাব। এর জন্য সবাইকে আমি অভিনন্দন জানাই।’

বিজ্ঞাপন

‘আমাদের প্রথম স্টেপ ছিল ভিজ্যুয়াল মিডিয়াতে যাব এবং একটা পর্যায়ে চিন্তা করি ‘হোয়াই নট অল মিডিয়া। যেহেতু যুগ পাল্টাচ্ছে, আজকাল বলতে গেলে সবার পকেটে স্মার্টফোন চলে এসেছে। যারা এখনো নরমাল ফোন ব্যবহার করছে তারা এক সময় স্মার্ট ফোনে চলে আসবে। এখন ফোনে টিপ দিলেই নিউজ চলে আসে— এর জন্য টাকা লাগে না। প্রত্যেকটা জনগণকে যেন সঠিক বার্তা দিয়ে, নিউজ দিয়ে ওয়েল ইনফর্মড রাখতে পারি সেটিই আমাদের মূল উদ্দেশ্য। আমি মনে করি আমাদের টিমে যারা আছে তারা অত্যন্ত দক্ষ এবং আমাদের যে ভিশন ছিলো তাকে অতিক্রম করে চলে গেছে।’—বলেন গোলাম আশরিয়া।

অনুষ্ঠানে সারাবাংলা.নেট’র প্রকাশক ও গাজী গ্রুপের পরিচালক বদরুল আহসান খান বলেন, সারাবাংলা.নেট ভালো করছে। এখানকার কর্মীদের মধ্যে উদ্যম রয়েছে। আশাকরি আগামী দিনগুলোতেও এটা অব্যাহত থাকবে।

সারাবাংলা.নেট ও গাজী টেলিভিশনের এডিটর-ইন চিফ সৈয়দ ইশতিয়াক রেজা বলেন, ‘বাংলাদেশের গণমাধ্যমের সবচেয়ে আধুনিকতম রাস্তায় আমরা হাঁটতে শুরু করেছি। এর জন্য আমাদের এক বছরে অনেক সংগ্রাম গেছে।’

বিজ্ঞাপন

খুবই অনাড়ম্বর পরিবেশে ঘরোয়াভাবে বর্ষপূর্তি উদযাপন করা হচ্ছে, জানিয়ে পুরো সারাবাংলা টিম ও এর উদ্যোক্তাদের অভিনন্দন জানান তিনি।

সারাবাংলা.নেট ও দৈনিক সারাবাংলার নির্বাহী সম্পাদক মাহমুদ মেনন বলেন, ‘আজ সারাবাংলা.নেটের পথ চলার একবছর পূর্ণ হলো। আমরা কতটুকু কী করতে পেরেছি, তার চেয়ে আমাদের কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে কতটুকু কী করতে চাই। আমরা আমাদের প্রত্যাশার পাখাগুলো মেলে উড়তে চাই, উড়ে উড়ে যেতে চাই বহুদূর। আপনারা যারা সারাবাংলাকে ভালোবেসেছেন তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতার শেষ নেই। আপনাদের শুভকামনা আমাদের অনুপ্রেরণা।’

এ ছাড়াও তিনি বলেন, ‘আমার জীবনের সবচেয়ে দ্রুততম সময়ে কাটা একটি বছর হচ্ছে—সারাবাংলা ডটনেটের প্রথম বছরটি। মনে হয় কাজের মধ্যে থাকার কারণে দ্রুত কেটে গেছে।’

সারাবাংলা টিমের সদস্যদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, সকলের অসাধারণ প্রচেষ্টায়, কিছু অসাধারণ রিপোর্টের কারণে আমরা একটা জায়গায় পৌছেছি। বাইরে গেলেও লোকে বলে সারাবাংলা কিছু একটা করছে।’

সারাবাংলা.নেট ও দৈনিক সারাবাংলার ব্যবস্থাপনা সম্পাদক রফিকউল্লাহ রোমেল বলেন, ‘সারাবাংলা.নেটের এক বছর হয়ে গেছে। এ সময়ে সারাবাংলা কতদূর এগিয়েছে তার একটা প্রমাণ হচ্ছে প্রথম এক বছরের মধ্যে বাংলাদেশের কোনো ডিজিটাল পত্রিকা ৩০ হাজারের বেশি ইউনিক ইউজার জেনারেট করতে পারেনি, যা সারাবাংলা.নেট পেরেছে। এটা আমাদের জন্য বিশাল একটা অ্যাচিভমেন্ট। সাথে সাথে আমাদের যে এইমগুলো অাছে সেগুলোর খুব কাছাকাছি চলে এসেছি।’

এ ছাড়াও তিনি বলেন, ‘আমাদের যে ওয়ার্কফোর্স আছে, সেটা আমাদেরকে আরও অনেক বেশি সামনে নিয়ে যাবে। সারাবাংলাকে নিয়ে মানুষের মধ্যে বেশ কথা উঠেছে। পজিটিভ-নেগেটিভ সব আলোচনাই হচ্ছে।

এসব অর্জনের ক্রেডিট অবশ্যই পুরোটাই সারাবাংলা টিমের। উই আর হিয়ার টু সাপোর্ট ইউ, বলেন রফিকউল্লাহ রোমেল।

সারাবাংলা/এমআই

Tags:

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন