বিজ্ঞাপন

তবুও নির্ভার শোয়েব মালিক

January 9, 2019 | 3:56 pm

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

বিপিএলে নিজেদের প্রথম ম্যাচে সিলেট সিক্সার্সের বিপক্ষে ৪ উইকেটের জয় এলেও দ্বিতীয়টিতে রংপুরের সামনে স্রেফ উড়ে গেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। মাশরাফি, শফিউল তোপে ৬৩ রানে গুটিয়ে যাওয়া দলটির বিপক্ষে ৯ উইকেটের বড় ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে রংপুর রাইডার্স। এমন হার যে কোনো দলেরই আত্মবিশ্বাসে প্রবল ধাক্কার কারণ। চুরমার হয়ে যাওয়ার কারণ।

কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো কুমিল্লার ক্ষেত্রে সেটা হয়নি। মঙ্গলবারের (৮ জানুয়ারি) ম্যাচে মাশরাফিদের অব্যাহত চোখ রাঙানিতে মুষড়ে পড়েনি ভিক্টোরিয়ান্স সাইড। বরং বেশ নির্ভারই আছে। আর এক্ষেত্রে তাদের সহায়তা করছে স্মিথ, আফ্রিদি ও তামিমের মতো বিশ্বমানের ক্রিকেটারদের উপস্থিতি। তাই আর পেছনে ফিরে তাকানো নয়, সামনে কি হবে সেই ভাবনা ও পরিকল্পনায় এগুচ্ছে বিপিএলে তৃতীয় আসরের চ্যাম্পিয়নরা।

বুধবার (৯ জানুয়ারি) মিরপুর জাতীয় ক্রিকেট একাডেমি মাঠে অনুশীলন সেকথাই জানালেন কুমিল্লার পাকিস্তানি অলরাউন্ডার শোয়েব মালিক, ‘যা হবার হয়ে গেছে। আমরা এটা বদলাতে পারবো না। সামনে যেটা আসছে সেটা নিয়েই আমরা ইতিবাচক আছি। আমাদের বেঞ্চে বেশ কয়েকজন বিশ্বমানের ক্রিকেটার আছে। আমি নিশ্চিত ওই ম্যাচে কি ভুল হয়েছে এবং আগামী ম্যাচে কি করতে হবে সেটা নিয়ে তারা ভাববে।’

বিজ্ঞাপন

কিন্তু তাই বলে আপনাদের মতো ব্যাটিং সাইড ৬৩ রানে কেন অলআউট হয়ে যাবে? শোয়েবের সোজাসাপ্টা উত্তর, ‘দেখুন ক্রিকেটে এটা হয়। শুধু টি-টোয়েন্টিই নয়, ওয়ানডে এমনকি টেস্টেও ৪০, ৫০ রানে অনেক দলই অলআউট হয়েছে। এটাই ক্রিকেট। কিন্তু আমি বলবো শুধু আমরাই না, ব্যাটিংয়ে এসে রংপুর রাইডার্সও সংগ্রাম করেছে।’

তিনি আরও জানান, ‘আপনি ওদের স্ট্রাইক রেট দেখলেই বিষয়টি পরিষ্কার হবেন। ৬৪ রানের লক্ষ্য ছুঁতেও ওদের যথেষ্ট ঘাম ঝরাতে হয়েছে। তবে আমার মনে হয় আবহাওয়ার কারণে কিউরেটর ভালো উইটেক প্রস্তুত করতে পারছেন না। পিচ ভালো হলে এখানেই হাইস্কোরিং ম্যাচ হবে এবং দর্শকদের আগমনে মাঠও ভরে উঠবে।’

ব্যাট হাতে সাম্প্রতিক সময় মন্দ কাটাননি এই অলরাউন্ডার। সেই হিসেবে বলাই যায় বিপিএলে সবকটি ম্যাচ খেললে টুর্নামেন্ট সেরা রান সংগ্রাহকের তালিকায় এক থেকে পাঁচের মধ্যে তার থাকা হতোই। কিন্তু দ. আফ্রিকার বিপক্ষে পাকিস্তানের সিরিজ থাকায় সেটা হয়ে উঠছে না। আর মাত্র দুটি ম্যাচ খেলেই উড়াল দেবেন শোয়েব মালিক। তবে যে কটি ম্যাচই খেলেন না কেন, দলের প্রয়োজনে নিজের সেরাটি দিতে প্রস্তুত তিনি।

বিজ্ঞাপন

‘আমি যদি পুরো টুর্নামেন্ট খেলতাম তাহলে অবশ্যই অনেক রানের লক্ষ্য থাকতো। তো সেটা যখন হচ্ছে না এই মুহূর্তে আমার লক্ষ্য হলো যে ম্যাচটিই খেলি না কেন ফোকাসড থাকবো। রান করবো, দলের প্রয়োজনে উইকেট নেব। আপাতত এটাই আমার ভেতরে কাজ করছে।’ যোগ করেন মালিক।

সারাবাংলা/এমআরএফ/এমআরপি

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন