বিজ্ঞাপন

মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: পাটমন্ত্রী

January 25, 2019 | 7:20 pm

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।
নারায়ণগঞ্জ: মাদকের মরণনেশায় যুব সমাজ ধ্বংসের পথে ধাবিত হচ্ছে বলে মন্তব্য করেছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক।  তিনি বলেন, ‘মাদক সমাজকে নানাভাবে কলুষিত করে বিভিন্ন সংকটের জন্ম দিচ্ছে।  তাই মাদকের বিরুদ্ধে স্থানীয় শি‌ক্ষিত সমা‌জকে সঙ্গে নিয়ে সামাজিকভাবে গণআন্দোলন গড়ে তুলতে হবে।’ শুক্রবার (২৫ জানুয়ারি) বি‌কে‌লে নারায়ণগ‌ঞ্জের রূপগঞ্জ উপ‌জেলার পিতলগঞ্জ এলাকায় আশালয় হাউজিং মা‌ঠে রূপগঞ্জ অফিসার্স অ্যা‌সোসি‌য়েশ‌নের উদ্যো‌গে মেধাবী‌দের সংবর্ধনা অনুষ্ঠা‌নে তিনি এসব কথা ব‌লেন।

বিজ্ঞাপন

পাটমন্ত্রী বলেন,  ‘স্থানীয় জনপ্রতিনিধি ও শি‌ক্ষিত সমা‌জ যদি প্রতিটি ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন, তবে যুবসমাজকে মাদ‌কের হাত থে‌কে রক্ষা করা সম্ভব।  শুধু সরকারই নয়, সব স্তরে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে।’

সবাইকে দে‌শের কল্যা‌ণে কাজ করার আহ্বান জা‌নি‌য়ে পাটমন্ত্রী ব‌লেন, ‘আওয়ামী লীগ দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। যতবারই আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে, ততবারই দেশের উন্নয়নে ভূমিকা রেখেছে।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিন ড. আব্দুল আজিজ, রূপগঞ্জ অফিসার্স  অ্যাসোসি‌য়েশ‌নের সভাপ‌তি  আনোয়ারুল ইসলাম সরকার,  সাধারণ সম্পাদক মাহবুবুল আলম, রূপগঞ্জ উপ‌জেলা প‌রিষ‌দের ভাইস চেয়ারম্যান সৈয়দা ফের‌দৌসী আলম নীলা, রূপগঞ্জ ইউনিয়ন প‌রিষ‌দের চেয়ারম্যান আবু হো‌সেন ভুঁইয়া রানুসহ অনেকে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমএনএইচ

Tags:

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন