বিজ্ঞাপন

চোরাকারবারিদের সঙ্গে বিজিবির সংঘর্ষ, গাঁজা-ফেনসিডিল উদ্ধার

March 11, 2019 | 2:50 pm

।। লোকাল করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

হিলি: হিলিতে বাংলাদেশ-ভারত সীমান্তের ঘাসুড়িয়া এলাকা দিয়ে ভারত থেকে অবৈধভাবে মাদকদ্রব্য নিয়ে প্রবেশের সময় চোরাকারবারীদের সঙ্গে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় আত্মরক্ষায় চোরাকারবারীদের লক্ষ্য করে ৬ রাউন্ড ফাঁকা গুলি করে বিজিবি।

সোমবার (১১ মার্চ) ভোর রাতে সীমান্তের ২৮৭/২০ এস পিলার থেকে ৩০০ গজ দূরে বাংলাদেশ সীমান্তের ভেতরে এ ঘটনা ঘটে।

হিলির মংলা বিওপি ক্যাম্প কমান্ডার আবু সাঈদ জানান, একদল চোরাকারবারী ভারত থেকে মাদকের বড় একটি চালান নিয়ে দেশে প্রবেশ করছে বলে তাদের কাছে খবর আসে। এর ভিত্তিতে তারা চোরাকারবারীদের ধাওয়া করেন। চোরাকারবারিরা বিজিবি সদস্যদের ওপর হামলা চালায়। আত্মরক্ষায় ৬ রাউন্ড ফাঁকা গুলি করে বিজিবি। এসময় চোরাকারবারীরা ভারতে সীমান্তে প্রবেশ করে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ৫১৭ বোতল ফেনসিডিল ও ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

উদ্ধার করা ফেনসিডিল ও গাঁজা ধ্বংসের জন্য বিজিবির জয়পুরহাট ব্যাটালিয়নের সদর দফতরে পাঠানো হয়েছে বলেও জানান আবু সাঈদ।

সারাবাংলা/এসএমএন

বিজ্ঞাপন

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন