বিজ্ঞাপন

৪০তম বিসিএসের আসন বিন্যাস প্রকাশ

April 29, 2019 | 7:59 pm

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: ৪০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার আসন বিন্যাস প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি)। সোমবার (২৯ এপ্রিল) বিকেলে পিএসসির ওয়েবসাইটে আসন বিন্যাস প্রকাশ করা হয়।

বিজ্ঞাপন

আগামী ৩ মে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, বরিশাল, খুলনা, সিলেট ও রংপুর কেন্দ্রে একযোগে বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। দুই ঘণ্টাব্যাপী এই পরীক্ষা সকাল ১০টা থেকে শুরু হয়ে চলবে বেলা ১২টা পর্যন্ত।

বিজ্ঞপ্তিতে পরীক্ষার হলে ক্যালকুলেটর, ঘড়ি, মানিব্যাগ, মোবাইল, ক্রেডিট কার্ডসহ সব ধরনের ইলেকট্রনিকস ডিভাইস নিষিদ্ধ করা হয়েছে। এসব পাওয়া গেলে প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে বলেও জানানো হয়।

এবারের বিসিএসে মোট পরীক্ষার্থীর সংখ্যা চার লাখ ১২ হাজার ৫৩২ জন।

বিজ্ঞাপন

এই বিসিএসে মোট ১ হাজার ৯০৩ জন ক্যাডার নিয়োগ দেওয়া হবে। ক্যাডার অনুসারে প্রশাসনে ২০০, পুলিশে ৭২, পররাষ্ট্রে ২৫, করে ২৪, শুল্ক আবগারিতে ৩২ ও শিক্ষা ক্যাডারে প্রায় ৮০০ জন নিয়োগ দেওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, গত বছরের ১১ সেপ্টেম্বর ৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। ৪০তম বিসিএসের আবেদন গ্রহণ শুরু হয় ৩০ সেপ্টেম্বর থেকে।

সারাবাংলা/টিএস/এমও

বিজ্ঞাপন

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন