বিজ্ঞাপন

স্টিল মিলের গলিত লোহায় দগ্ধ ৩ শ্রমিক

May 5, 2019 | 1:48 pm

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: নারায়ণগঞ্জের গাউছিয়ায় একটি স্টিল মিলে কাজ করার সময় শরীরে গরম লোহা পড়ে তিন শ্রমিক দগ্ধ হয়েছেন। এছাড়া পড়ে গিয়ে আহত হয়েছেন আরও এক শ্রমিক।

বিজ্ঞাপন

রোববার (৫ মে) বেলা ১১ টার দিকে হাজী ইসলাম উদ্দিন স্টিল মিলে এই ঘটনা ঘটে। পরে আহত শ্রমিকদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়।

দগ্ধ শ্রমিকরা হলেন, সোহেল (২৩), আবদুর রহমান (৫৫) ও পলাশ (২৪)। পড়ে গিয়ে আহত শ্রমিকের নাম ফারুক হোসেন (৩০)।

বিজ্ঞাপন

দগ্ধরা জানান, স্টিল মিলে কাজ করার সময় যান্ত্রিকত্রুটির কারণে গরম লোহা তাদের শরীরে ছিটকে পড়ে। এতে তারা ৩ জন দগ্ধ হন। সেখান থেকে দৌড়ে বাঁচার চেষ্টা করার সময় পড়ে গিয়ে আহত হন ফারুক।

ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, চার জনকেই বার্ন ইউনিটে ভর্তি রাখা হয়েছে। এদের মধ্যে রহমানের মাথা ও মুখ বাদে সমস্ত শরীর, সোহেল ও পলাশের বুক, পেট, হাত ও পা দগ্ধ হয়েছে। আর ফারুকের শরীরে আঘাত লেগেছে।

সারাবাংলা/এসআর/এসএমএন

বিজ্ঞাপন

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন