বিজ্ঞাপন

বোয়িং ৭৩৭ ম্যাক্স বিমানে নতুন ‘সমস্যা’

June 27, 2019 | 12:04 pm

আন্তর্জাতিক ডেস্ক

প্রশ্নবিদ্ধ ৭৩৭ ম্যাক্স বিমানে নতুন ‘সমস্যা’ খুঁজে পেয়েছে মার্কিন দ্য ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। সিমুল্যেটের টেস্টে বোয়িং কোম্পানির এই বিমানটিতে ‘সম্ভাব্য ঝুঁকি’ খুঁজে পাওয়া গেছে। তবে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। তাই ৭৩৭ ম্যাক্সের এর নিষেধাজ্ঞা শিগগিরই কাটবে  না বলেই ভাবা হচ্ছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৭ জুন) এই খবর প্রকাশ করে বিবিসি। এফএএ টুইটারে জানায়, এফএএ বিমানটিতে এমন কিছু ‘সম্ভাব্য ঝুঁকি’ আছে যা বোয়িংকে নিরসন করতে হবে। তবে অন্যান্য সূত্রগুলো জানায় বিমানের কম্পিউটার ব্যবস্থায় নতুন এই সমস্যা ধরা পড়েছে।

বোয়িং এ বিষয়ে বিবৃতিতে জানায়, এই জটিলতা নিরসেন কোম্পানিটি এফএএ’র সঙ্গে কাজ করছে।

এর আগে, ইন্দোনেশিয়া ও ইথিওপিয়ায় দুটি বোয়িং ৭৩৭ ম্যাক্স মডেলের বিধ্বস্তের ঘটনায় ‘অনাস্থা’ তৈরি হয় বিমানটির প্রতি। অনেক এয়ারলাইনস তাদের বহর থেকে বিমানটি বাতিল করে। পরবর্তীতে বোয়িং স্বীকার করে ‘এন্টি স্টল’ ফিচারে সমস্যা থাকায় এ ধরনের সমস্যা হয়ে থাকতে পারে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনএইচ

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন