বিজ্ঞাপন

ছেলেধরার গুজব বড় ষড়যন্ত্রের অংশ: পুলিশ

July 22, 2019 | 3:39 pm

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: সামাজিক যোগাযোগমাধ্যমে ছেলেধরা গুজব ছড়িয়ে পড়ার বিষয়টি বড় কোনো ষড়যন্ত্রের অংশ বলে মনে করছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মো. মাহবুব আলম। সোমবার (২২ জুলাই) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

ডিবির যুগ্ম কমিশনার মো. মাহবুব আলম বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে ছেলেধরা গুজবকে ভিত্তি করে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে কিছু অপকর্ম হচ্ছে। এর পেছনে একটি চক্র কাজ করতে পারে। তার বড় একটি ষড়যন্ত্রের অংশ এই ছেলেধরা গুজব। তারা গুজব রটিয়ে বিশেষ ফায়দা নেওয়ার চেষ্টা করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতিকে খারাপ করার জন্য তাদের এ অপচেষ্টা।’

তিনি আরও বলেন, ‘এই কুচক্রী মহলকে রুখে দিতে আমরা সজাগ রয়েছি। সারা দেশে তাদের বিরুদ্ধে পুলিশ কাজ করছে। দেশের বিভিন্ন জায়গা থেকে তাদের গ্রেফতারও করা হচ্ছে।’

ছেলেধরা গুজবে রাজধানীর উত্তর বাড্ডায় নারী নিহতের ঘটনার বিষয়ে তিনি বলেন, ‘উত্তর বাড্ডায় ছেলেধরা গুজবে নারী নিহত হওয়ার ঘটনায় এখন পর্যন্ত বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার ভিডিও ফুটেজ আমরা পেয়েছি। ভিডিও ফুটেজটি বিশ্লেষণ করা হচ্ছে।’ এ বিষয়ে পুলিশের তদন্ত চলমান রয়েছে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএইচ/এমও

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন