বিজ্ঞাপন

কুমিল্লায় ২৪ ঘণ্টায় নতুন ৪৪ ডেঙ্গু রোগী

August 10, 2019 | 1:42 pm

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

কুমিল্লা: গত ২৪ ঘণ্টায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ৪৪ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। এছাড়া জেলার বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ১১৯ জন।

বিজ্ঞাপন

জেলা সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন জানান, এ পর্যন্ত জেলার বিভিন্ন হাসপাতালে ৪৭৬ জন রোগী ভর্তি হয়েছেন। এখন চিকিৎসাধীন ১১৯ জন। চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন ৩৪৯ জন।

চিকিৎসাধীন রোগীর মধ্যে কেউ আশংকাজনক নয় এবং এ পর্যন্ত ডেঙ্গুজ্বরে কুমিল্লায় কেউ মারা যায়নি বলেও জানান ডা. মুজিবুর রহমান।

বিজ্ঞাপন

তবে সরেজমিনে দেখা গেছে, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর চাপ বাড়ছে। কিন্তু আসন সংকটের কারণে চিকিৎসাসেবা ব্যাহতও হচ্ছে। সেইসঙ্গে বিভিন্ন বেসরকারি হাসপাতালেও ভর্তি হচ্ছেন রোগীরা।

সারাবাংলা/এসএমএন

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন