বিজ্ঞাপন

নৌকা ডুবে হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ের ছাত্রসহ ৩ জনের মৃত্যু

September 21, 2019 | 7:10 pm

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

দিনাজপুর: দিনাজপুরের নবাবগঞ্জের আশুরার বিলে নৌকা ডুবে হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।

বিজ্ঞাপন

শনিবার (২১ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে নবাবগঞ্জের জাতীয় উদ্যান আশুরার বিলে এ ঘটনা ঘটে।

নৌকাডুবিতে মৃতরা হলেন ফারিয়া মৌ, আসফাক ও রাফি আহমেদ। ফারিয়া মৌ দিনাজপুর মহিলা করেজের ছাত্রী। আর বাকি দুইজন হাজী দানেশের শিক্ষার্থী। নিহতদের বাড়ি দিনাজপুর সদরের কাহারোল উপজেলায়। আহতরা হলেন মনোয়ার ও মাহফুজ মিয়া।

স্থানীয়রা ও পুলিশ জানায়, দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র ও দিনাজপুর মহিলা কলেজের এক ছাত্রীসহ পাঁচজন আশুরার বিলে বেড়াতে যান। তারা কাঠের তৈরি ব্রিজ ও শালবন ঘুরে দেখার পর নৌকায় উঠে বিল ঘুরে দেখছিলেন। বিলের মাঝখানে যাওয়ার পর তাদের নৌকাটি ডুবে যায়।

বিজ্ঞাপন

সাঁতার না জানায় সবাই পানিতে তলিয়ে যান। এ সময় স্থানীয়রা ও ঘুরতে যাওয়া পর্যটকরা তাদরেকে উদ্ধার করে নবাবগঞ্জ উপজলো স্বাস্থ্য কমপ্লক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক এক ছাত্রী ও দুই ছাত্রকে মৃত ঘোষণা করেন।

সারাবাংলা/একে

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন