বিজ্ঞাপন

‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ পাচ্ছেন চুয়েটের ৪ শিক্ষার্থী

January 15, 2020 | 7:50 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

চট্টগ্রাম ব্যুরো: বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ পাচ্ছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) চার শিক্ষার্থী । এরা হলেন- নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের মো. নাজমুল হুদা নাঈম, পেট্রেলিয়াম এন্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের কাকন সুলতানা, পুরকৌশল বিভাগের মুহাম্মদ সাইফুল ইসলাম এবং ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সঞ্চয় বড়ুয়া।

বিজ্ঞাপন

বুধবার (১৫ জানুয়ারি) চুয়েটের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ৫ জানুয়ারি ইউজিসি’র ওয়েবসাইটে প্রকাশিত ২০১৮ সালের ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদকপ্রাপ্ত ‘ শিক্ষার্থীদের তালিকায় চুয়েটের চারজনের নাম আছে। এর মধ্যে তিনজন চুয়েটে শিক্ষক হিসেবে কর্মরত আছেন। চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম স্বর্ণপদকপ্রাপ্ত শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

২০০৬ সাল থেকে ইউজিসি দেশের বিশ্ববিদ্যালগুলোর স্নাতক পর্যায়ে অনুষদভিত্তিক সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ দিয়ে আসছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরডি/এনএইচ

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন