বিজ্ঞাপন

মালয়েশিয়ায় ১০ বছরে সর্বনিম্ন জিডিপি প্রবৃদ্ধি

February 12, 2020 | 3:46 pm

আন্তর্জাতিক ডেস্ক

২০১৯ সালে মালয়েশিয়ায় মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধি ৪ দশমিক ৩ শতাংশ হারে অর্জিত হয়েছে। যা গত ১০ বছরে দেশটির সর্বনিম্ন উৎপাদন প্রবৃদ্ধির হার।

বিজ্ঞাপন

বুধবার (১২ ফেব্রুয়ারি) মালয়েশিয়ার কেন্দ্রীয় ব্যাংক থেকে প্রকাশিত এক প্রতিবেদনে এমন তথ্য ওঠে আসে। এ প্রতিবেদনে দেখা যায়, গত অক্টোবর থেকে ডিসেম্বর প্রান্তিকে দেশটির উৎপাদন প্রবৃদ্ধির হার নেমে যায় ৩ দশমিক ৬ শতাংশে। যা এক প্রান্তিকে ২০০৯ সালের বিশ্বমন্দার পর প্রবৃদ্ধির সর্বনিম্ন হার।

দেশটির কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর নূর শামসিয়াহ ইউনুস বুধবার সাংবাদিকদের জানান, পণ্য ও সেবা রফতানি কমে যাওয়া এবং অভ্যন্তরীণ চাহিদায় মন্দাভাবের কারণে বছরজুড়ে উৎপাদনখাতে প্রভাব পড়েছে। এর ফলে উৎপাদন প্রবৃদ্ধি কমেছে।

করোনাভাইরাসের প্রভাবে চলতি ২০২০ সালের প্রবৃদ্ধিও ধাক্কা খেতে পারে বলে মনে করেন তিনি। তিনি বলেন, করোনাভাইরাসের কারণে মালোয়েশিয়ার পর্যটন খাতে ইতিমধ্যে প্রভাব পড়তে শুরু হয়েছে। এছাড়া চীনে চাহিদা কমে যাওয়ার কারণেও রফতানি খাতে প্রভাব পড়বে।

বিজ্ঞাপন

এদিকে প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ এ বছর মালোয়েশিয়ায় ৪ দশমিক ৮ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন। এ লক্ষ্য পুরণে দেশটির ব্যক্তিখাতে সরকারি সহযোগিতা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া অভ্যন্তরীণ চাহিদা বৃদ্ধি করতেও নানা তৎপরতা শুরু করেছে মাহাথির মোহাম্মদের সরকার।

উল্লেখ্য, ২০১৮ সালে দেশটিতে ৪ দশমিক ৭ শতাংশ হারে উৎপাদন প্রবৃদ্ধি অর্জিত হয়েছিল।

বিজ্ঞাপন

সারাবাংলা/আইই

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন