বিজ্ঞাপন

মালয়েশিয়ায় ২০২ রোহিঙ্গাসহ নৌকা আটক

April 5, 2020 | 9:18 pm

আন্তর্জাতিক ডেস্ক

মালয়েশিয়ান উপসাগরে পশ্চিম তীরের লংকাউয়ি হলিডে আইল্যান্ডের এক নটিক্যাল মাইলের মধ্যে থেকে ২০২ অবৈধ রোহিঙ্গা আরোহীসহ একটি নৌকা আটক করেছে মালয়েশিয়ার কোস্টগার্ড সদস্যরা। রোববার (৫ এপ্রিল) মালয়েশিয়ার কোস্টগার্ডের এক বিবৃতির বরাতে এ খবর জানিয়েছে আরব নিউজ।

বিজ্ঞাপন

মালয়েশিয়ার কোস্টগার্ড জানিয়েছে, ওই নৌকার আরোহীদের মধ্যে ১৫২ জন পুরুষ, ৪৫ জন নারী ও ৫ জন শিশু রয়েছেন। তাদেরকে আটক করে মালয়েশিয়ার কেদাহ প্রদেশের কোস্টগার্ড সদর দফতরে রাখা হয়েছে।

প্রসঙ্গত, ২০১৭ সালে মিয়ানমারের সেনাবাহিনীর অভিযানের মুখে মিয়ানমারের রাখাইন থেকে পালিয়ে আসা ১১ লাখ রোহিঙ্গা সীমান্ত সংলগ্ন বাংলাদেশের কক্সবাজার জেলার টেকনাফ ও উখিয়ায় স্থাপিত অস্থায়ী ক্যাম্পে মানবেতর জীবন যাপন করছে। তাদের মধ্যে থেকে অনেকেই দালালচক্রের খপ্পরে পড়ে জীবনের ঝুঁকি নিয়ে সমুদ্রপথে জেলে নৌকায় মালয়েশিয়া যাওয়ার জন্য নাম লেখান।

সম্প্রতি ধরা পড়া এই দলটি বাংলাদেশ থেকে দালালচক্রের হাতে পড়ে মালয়েশিয়ায় পাড়ি জমানো মিয়ানমারের রাখাইন থেকে আসা রোহিঙ্গা জনগোষ্ঠীর সদস্য বলে নিশ্চিত করেছে মালয়েশিয়ার কোস্টগার্ড কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

 

সারাবাংলা/একেএম

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন