বিজ্ঞাপন

এ গোপন কেউ জানুক চান না সাকিব

May 11, 2020 | 4:45 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

শিরোনাম দেখে কেউ আঁতকে উঠবেন না। বিস্ময় নিয়ে ভাববেন না, আবার কী এমন হলো যে এভাবে সংবাদের শিরোনাম হলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার? না এমন কিছুই আসলে হয়নি। আজ ডয়েচে ভেলে’তে অনুষ্ঠিত এক সাক্ষাৎকার অনুষ্ঠানে এসেছিলেন লাল সবুজের এই নন্দিত ক্রিকেটার। সেখানে উপস্থাপক তার কাছে জানতে চান, ২০১৮ সালের জাতীয় নির্বাচনে সত্যিই তিনি ক্ষমতাশীন আওয়ামী লীগ থেকে মনোয়ন চেয়েছিলেন কিনা। সেই প্রশ্নের জবাবে তিনি বললেন ‘এটা এমন একটা সিক্রেট চাইনা কেউ জানুক।’

বিজ্ঞাপন

ওই নির্বাচনেই নড়াইল ২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন লাল সবুজের কিংবদন্তী ক্রিকেটার মাশরাফি বিন মুর্ত্তজা। এখন একাধারে তিনি একজন ক্রিকেটার ও সংসদ সদস্য। সাকিব আল হাসানেরও সম্ভবত একই অভিপ্রায় ছিল। তাই ২০১৮ জাতীয় নির্বাচনের আগে তাকে বেশ সরব হতে দেখা গেছে। বিভিন্ন মহল থেকে প্রার্থী হিসেবে তার নামও উচ্চারিত হয়েছে কিন্ত আখেরে তা ভেস্তে গিয়েছে।

কেন এমন হলো? আসলেই সেবার কী হয়েছিল? সোমবার (১১ মে) এমন সব প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন বাংলাদেশ ক্রিকেটের সর্বকালের সেরা এই অলরাউন্ডার। তার জাবাবে তিনি একথা জানিয়েছেন।

সাকিব বললেন, ‘আসলে কিছু জিনিস গোপন থাকাই ভালো। যে বিষয়টি জানতে চাচ্ছেন সেটা প্রকাশ পাওয়াই উচিৎ না! আমি যদি রাজনীতিতে আসি তাহলে সেটাও (২০১৮ সালে নমিনেশন পাওয়া) প্রকাশ পাবে না। আবার যদি না আসি সেটাও আসবে না।’

বিজ্ঞাপন

‘এটা এমন একটি সিক্রেট যেটা চাইনা কখনো কেউ জানুক। কিছু কিছু জায়গা মানুষের কৌতূহল জাগানোর মতোই জায়গা। যে বিষয়টি নিয়ে কথা বলছেন সেখানেও মানুষের কৌতূহল থাকাই স্বাভাবিক। আমি যদি আমার জায়গায় না থাকতাম তাহলে আমারও কৌতূহল জাগত। এই দুই-একটা কৌতূহল মানুষের মনে থাকার দরকার। সব কৌতূহল যদি আপনি প্রকাশ করে দেন তখন মানুষের আমাকে নিয়ে আগ্রহ থাকবে না। সেজন্য বলছি এটা নিয়ে আগ্রহ থাক।’

ভবিষ্যতে এমপি, মন্ত্রী হওয়ার অভিলাস আছে কিনা? এমন প্রশ্নের জবাবে সাকিব জানালেন, ‘এগুলো সময়ের ওপর ছেড়ে দিতে হবে। ভবিষ্যতে কি হবে তা বলা খুব কঠিন। করোনাভাইরাসের সময় আমি এতটুকু শিক্ষা পেয়েছি, কাল কি হবে সেটা নিশ্চিত নয়। এই জায়গা থেকে আমি বলতে চাই, খুব বেশি দূরের বিষয়ে আমি ফোকাস করতে চাই না। যদি সুযোগ আসে আমি স্বাগত জানাবো সত্যি কথা। যদি সুযোগ না আসে সেটা নিয়েও আমার আফসোস থাকবে না।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এমআরএফ/এসএস

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন