বিজ্ঞাপন

আনুষ্ঠানিকভাবে ডিএনসিসির দায়িত্ব নিলেন মেয়র আতিক

May 13, 2020 | 1:07 pm

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসসিসি) নবনির্বাচিত মেয়র আতিকুল ইসলাম আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিয়েছেন।

বিজ্ঞাপন

বুধবার (১৩ মে) দুপুর সোয়া বারোটার দিকে ডিএনসিসির ভারপ্রাপ্ত মেয়র জামাল মোস্তফার কাছ থেকে দায়িত্ব বুঝে নেন তিনি। তথ্যটি নিশ্চিত করেছেন ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মো. আতিকুর রহমান।

চলতি বছরের ২৭ ফেব্রুয়ারি ডিএনসিসি মেয়র হিসেবে শপথ নেওয়ার ৭৬ দিন পর বুধবার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিলেন আতিকুল ইসলাম। শপথ নিলেও নির্বাচন কমিশনের আইনি বাধ্যবাধকতার কারণে এই সিটি করপোরেশনে ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছিলেন জামাল মোস্তফা। তবে এখন থেকে পূর্ণ মেয়াদে নিজের দায়িত্ব পালন করবেন মেয়র আতিক।

এর আগে গত ১ ফেব্রুয়ারি ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত দুই মেয়র প্রার্থী বিজয়ী হন। ঢাকা উত্তরের জয়ী হন আতিকুলি ইসলাম আর ঢাকা দক্ষিণে জয় পান ব্যরিস্টার ফজলে নূর তাপস।

বিজ্ঞাপন

ঢাকা উত্তরেও পৌনে ২ লাখ ভোটের ব্যবধানে জিতেছিলেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম। নৌকায় তার ৪ লাখ ৪৭ হাজার ২১১ ভোটের বিপরীতে বিএনপির তাবিথ আউয়াল ধানের শীষ প্রতীক নিয়ে পান ২ লাখ ৬৪ হাজার ১৬১ ভোট।

এর আগেও ঢাকা উত্তর সিটিতে ২০১৫ সালে নির্বাচিত মেয়র আনিসুল হকের প্রয়াণের পর ২০১৯ সালের উপনির্বাচনে জয়ী হয়েছিলেন আতিকুল ইসলাম। ৯ মাস তিনি দায়িত্ব পালনের সুযোগ পেয়েছিলেন।

এদিকে বুধবার মেয়র হিসেবে দায়িত্ব নেওয়ার পর অনলাইনে বক্তব্য দেন আতিকুল ইসলাম।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএইচ/পিটিএম

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন