বিজ্ঞাপন

স্কুল ফের বন্ধ হবে কীনা নির্ভর করবে তাপমাত্রার ওপর

May 5, 2024 | 6:37 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: দেশজুড়ে তীব্র তাপপ্রবাহের কারণে প্রায় দুই সপ্তাহ বন্ধ ছিল শিক্ষা প্রতিষ্ঠান। এর আগে, জানুয়ারি মাসেও তীব্র শীতের কারণে দেশের কয়েকটি জেলার শিক্ষা প্রতিষ্ঠান কিছুদিন বন্ধ রাখা হয়। এ সব বন্ধের সময় শিখন ঘাটতি পূরণ করতে সাপ্তাহিক ছুটির দিন শনিবারে স্কুল খোলা রেখে পাঠদান করার সিদ্ধান্ত জানিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়। যা আপাতত অব্যাহত থাকবে বলে মন্ত্রণালয়ের ভেরিফাইড ফেইসবুক পেইজে জানানো হয়েছে।

বিজ্ঞাপন

সেখানে লেখা হয়, পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত শনিবারের পাঠদান কার্যক্রম অব্যাহত থাকবে।

এদিকে দেশজুড়ে চলমান তাপপ্রবাহের মধ্যেই রোববার (৫ মে) থেকে সকল পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান শুরু হয়েছে।

জানা গেছে, বছরে স্কুলের মোট ১৮৫টি কর্মদিবসের মধ্যে ২০ দিন নতুন কারিকুলামের মূল্যায়নের জন্য রাখা হয়েছে। বন্ধের কারণে স্কুলের কর্মদিবস আরো কমে গেলে শিখন ঘাটতি পূরনে শনিবার পাঠদান করা হচ্ছে। সম্প্রতি শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী গণমাধ্যমে বলেছিলেন, শিক্ষাদিবস কমে গেলে শিক্ষা কার্যক্রম সচল রাখতে ছুটির দিনেও স্কুল খোলা রাখা হতে পারে। সে অনুযায়ী শনিবার পাঠদান অব্যাহত থাকছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বিজ্ঞাপন

এদিকে গত ২৪ ঘণ্টায় দেশের দেশের সর্বোচ্চ তাপমাত্রা রাজশাহীতে ৩৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আর ঢাকার তাপমাত্রা ৩৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। শিক্ষা মন্ত্রণালয় সূত্র বলছে, আবারও স্কুল বন্ধ হবে কীনা তা নির্ভর করবে তাপমাত্রা বাড়ার ওপরে।

সারাবাংলা/জেআর/একে

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন