বিজ্ঞাপন

দুবাই আটকে পড়া ১৫৮ বাংলাদেশিকে ফিরিয়ে আনল ইউএস-বাংলা

June 16, 2020 | 3:48 pm

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সৃষ্ট পরিস্থিতিতে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আটকে পড়া ১৫৮ বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে এনেছে ইউএস-বাংলার একটি বিশেষ ফ্লাইট।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৬ জুন) সকালে ফ্লাইটটি রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে বলে সারাবাংলাকে জানিয়েছেন ইউএস-বাংলা এয়ারলাইন্সের (মহাব্যবস্থাপক, জনসংযোগ) কামরুল ইসলাম।

তিনি জানান, দুবাই থেকে স্থানীয় সময় রাত ১২টা ২১ মিনিটে ১৫৮ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে উড্ডয়ন করে এবং সকাল ৭টা ১৩ মিনিটে ঢাকায় অবতরণ করে ফ্লাইটটি। দুবাইয়ে আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের দেশে ফিরিয়ে আনার জন্য বাংলাদেশ বিমান বাহিনী ওয়েলফেয়ার ট্রাস্টের তত্ত্বাবধানে ইউএস-বাংলা এয়ারলাইন্স বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে বিশেষ ফ্লাইটটি পরিচালনা করেছে।

কামরুল ইসলাম আরও জানান, কোভিড-১৯ এর প্রাদুর্ভাবের কারণে গত তিনমাসের অধিক সময় সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন শহরে আটকে ছিল বহু সংখ্যক বাংলাদেশি। আকাশপথে যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ার কারণে কোনোভাবেই দেশে ফিরে আসতে পারছিলেন না বাংলাদেশিরা। অবশেষে তাদেরকে এক এক করে দেশে ফিরিয়ে আনা হচ্ছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসজে/এমআই

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন