বিজ্ঞাপন

ড্রতে ফ্যাঁকাসে রেড ডেভিলদের ফেরা

June 20, 2020 | 11:52 am

স্পোর্টস ডেস্ক

ইংলিশ প্রিমিয়ার লিগ মাঠে ফিরেছে ১৭ জুন, আর শুক্রবার (১৯ জুন) টটেনহ্যাম হটস্পার্সের বিপক্ষের ম্যাচ দিয়ে মাঠে ফিরলে ম্যানচেস্টার ইউনাইটেড। সাবেক কোচ হোসে মোরিনহোর দলের বিপক্ষে শেষ পর্যন্ত যদিও ১-১ গোলে ড্র করেই থামতে হয়েছে রেড ডেভিলদের। এই ম্যাচ দিয়ে দীর্ঘ সময় পর মাঠে ফিরেছেন বিশ্বকাপজয়ী মিডফিল্ডার পল পগবা।

বিজ্ঞাপন

ম্যাচের পুরোটা সময় ১-০ গোলে এগিয়ে থাকলেও শেষ বাঁশির মিনিট দশেক বাকি থাকতে পগবাকে ডি বক্সের ভেতর ফেলে দিয়ে ইউনাইটেডকে ম্যাচে ফেরার সুযোগ করে দেন স্পার্স ডিফেন্ডার এরিক ডায়ার। স্পট কিকে গোল করে ম্যাচ থেকে দলের অন্তত ১ পয়েন্ট পাওয়াটা নিশ্চিত করেন ব্রুনো ফার্নান্দেজ।

করোনাভাইরাসের কারণে দীর্ঘ বিরতির পর দুই দলই প্রথমবারের মতো খেলতে নেমেছিল। খেলাতেও তাই প্রথম মিনিট বিশেক কিছুটা জড়তা কাজ করছিল দুই দলের খেলোয়াড়দের মাঝেই। তবে লিগে ১১ ম্যাচ অপরাজিত এবং টটেনহামের বিপক্ষে শেষ ৩ ম্যাচ জেতা ইউনাইটেড একটু বেশিই রয়েসয়ে এগুচ্ছিল। আর সেই সুযোগটিই নিয়েছে স্বাগতিকরা।

বিজ্ঞাপন

ম্যাচের ২৭ মিনিটে লরিসের লং বল ক্লিয়ার করতে ব্যর্থ ইউনাইটেড ডিফেন্ডার লুক শ বল পাঠিয়ে দেন সার্জ অরিয়েরের কাছে। কালবিলম্ব না করে হেডে সেই বল সামনে এগুতে থাকা বার্গওয়াইনের দিকে বাড়ান তিনি। এরপর ইউনাইটেডের রক্ষণকে বোকা বানিয়ে বক্সের দিকে তরুণ ডাচ উইঙ্গারের ভোঁ দৌড়। হ্যারি মাগুয়ের এবং ভিক্টর লিন্ডেলফদের দর্শক বানিয়ে এরপর বার্গওয়াইন ডান পায়ে জোরালো শট নেন গোলমুখে। ইউনাইটেড গোলরক্ষক ডেভিড ডি গিয়ার শরীর বরাবর বল থাকলেও বলের অত্যধিক গতির কারণেই তার হাত গলে বল চলে যায় জালে। ডি গিয়ার কাছ থেকে অবশ্য এসব ক্ষেত্রে প্রত্যাশাটা ইউনাইটেড সমর্থকদের আরও অনেক বেশি। তিনি সচেষ্ট থাকলে অমন জায়গা থেকে গোল খাওয়ার কথা ছিল না ইউনাইটেডের।

তবে শেষ পর্যন্ত আর গোল হজম করতে হয়নি রেড ডেভিলদের, আর তাতেই প্রথমার্ধে ১-০ তেই কেবল এগিয়ে থাকে স্পার্স। দ্বিতীয়ার্ধে দুর্দান্ত খেলতে থাকে ওলে গানার শোলশায়ারের শিষ্যরা। তবে গোলের দেখা মিলছিল না। শেষ পর্যন্ত খেলা শেষ হওয়ার মিনিট দশেক আগে পাওয়া পেনাল্টি থেকে গোল করতে ভুল করেননি ব্রুনো ফার্নান্দেজ। এর মধ্য দিয়ে ৩ মাস পর মাঠে ফিরে ১ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়লো দুই দলই।

এই ম্যাচ থেকে ১ পয়েন্ট পেয়ে দুই দলই টেবিলে নিজেদের আগের অবস্থানেই রয়েছে। চতুর্থ স্থানে থাকা চেলসির চেয়ে ১ ম্যাচ বেশি খেলে দুই পয়েন্ট কমে পঞ্চম স্থানে রয়েছে ইউনাইটেড। আর ৩০ ম্যাচ থেকে ৪২ পয়েন্ট নিয়ে টেবিলের আটে আছে হোসে মরিনহোর দল। আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলার সম্ভাবনা টিকিয়ে রাখতে হলে সব প্রতিযোগিতা মিলে টানা ৭ ম্যাচে জয়বঞ্চিত টটেনহামকে দ্রুতই ছন্দে ফিরতে হবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএস

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন