বিজ্ঞাপন

সুবিধা না পাওয়ার দাবি অভিষেকের

June 23, 2020 | 6:03 pm

এন্টারটেইনমেন্ট ডেস্ক

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর বলিউডের সবচেয়ে চর্চিত বিষয় হচ্ছে ‘নেপোটিজম’। এ বিতর্কে ‘বিগ বি’ অমিতাভ বচ্চনের সন্তান অভিষেক বচ্চনের দিকেও আঙ্গুল তুলেছে মানুষ। তবে অভিষেক বলছেন উল্টো কথা।

বিজ্ঞাপন

‘স্টার কিড’ হিসেবে সুবিধা পাননি। প্রথম ছবির আগে বিভিন্ন পরিচালক, প্রযোজকদের দুয়ারে দুয়ারে যেতে হয়েছে তাকে। এমনটাই দাবি করেছেন তার ইনস্টাগ্রামের সাম্প্রতিক পোস্টে।

অভিষেক তার ক্যারিয়ারের নানান উত্থান পতন নিয়ে ধারাবাহিক পোস্ট করে যাচ্ছেন ইনস্টাগ্রামে।

তিনি জানিয়েছেন, বন্ধু রাকেশ ওমপ্রকাশ মেহরার ‘সমঝোতা এক্সপ্রেস’ নামে ১৯৯৮ সালে বলিউডে প্রবেশের কথা ছিলো। কিন্তু প্রযোজকের পছন্দ হয়নি অভিষেককে। তাই বচ্চনপুত্রের বলিউড যাত্রা শুরু হয়নি তখন।

বিজ্ঞাপন

এরপর জেপি দত্ত ‘আখরি মুঘল’ ছবির জন্য তাকে পছন্দ করেন। কিন্তু তাতেও কপাল খুললো না অভিষেকের। শেষ পর্যন্ত জেপি দত্তের ‘রিফিউজি’র মাধ্যমেই ২০০০ সালে তার বলিউডে অভিষেক হয়।

সারাবাংলা/এজেডএস/

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন