বিজ্ঞাপন

ডিএনসিসিতে ৭০টি স্থাপনায় এডিসের লার্ভা, দেড় লাখ টাকা জরিমানা

August 18, 2020 | 9:29 pm

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: এডিস মশা নিয়ন্ত্রণের মাধ্যমে নগরবাসীকে ডেঙ্গু থেকে সুরক্ষা দিতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) চলমান চলমান রয়েছে। তৃতীয় পর্যায়ের অভিযানের অষ্টম দিনেও ৭০টি স্থাপনায় এডিসের লার্ভার সন্ধান মিলেছে। এসবের দায়ে দেড় লাখের বেশি টাকা জরিমানা আদায় করেছে সংস্থাটি।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল থেকে বিকেল পর্যন্ত ডিএনসিসির বিভিন্ন এলাকায় চলা অভিযানে এসব জরিমানা করা হয়।

এসময় ১৩ হাজার ২৮০টি বাড়ি, স্থাপনা, নির্মাণাধীন ভবন ইত্যাদি পরিদর্শন করে মোট ৭০টিতে এডিস মশার লার্ভার সন্ধান পেয়েছে ভ্রাম্যমাণ আদালত।

এছাড়া ৭ হাজার ৭৯০টি স্থাপনায় এডিস মশা বংশবিস্তার উপযোগী পরিবেশ পাওয়া গেছে। এসবের দায়ে ১২টি মামলায় মোট ১ লাখ ৭৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ৮ আগস্ট থেকে শুরু হওয়া তৃতীয় পর্যায়ের চিরুনি অভিযানে আজ পর্যন্ত মোট ১ লাখ ৫ হাজার ১৫১টি বাড়ি, স্থাপনা, নির্মাণাধীন ভবন ইত্যাদি পরিদর্শন করে মোট ৫৬৩টিতে এডিসের লার্ভা এবং ৬১ হাজার ৮১৩টিতে এডিস মশা বংশবিস্তার উপযোগী পরিবেশ পাওয়া গেছে। এ পর্যন্ত মোবাইল কোর্টের মাধ্যমে মোট ৮ লাখ ৪৮ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

সারাবাংলা/এসএইচ/এমআই

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন