বিজ্ঞাপন

পড়ন্ত বেলায় সাদমানের ঘাম ঝরানো অনুশীলন

August 19, 2020 | 4:01 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

ঘড়ির কাঁটায় সময় তখন বিকেল ৩টা বেজে ৫ মিনিট। শের-ই-বাংলায় ট্রেনার ইফতির নির্দেশে রানিং করছেন টাইগার টেস্ট ব্যাটসম্যান সাদমান ইসলাম অনিক। দুই’শ মিটারের এক রাউন্ড শেষ করেই রানিং প্রান্তে এসে হাঁপিয়ে উঠছেন। ক্লান্তি দূর করতে কখনো দুই হাঁটুর ওপর হাত রেখে ঝুঁকিয়ে বিশ্রাম নিচ্ছেন। কখনো এদিক-ওদিন শ্লথ গতিতে হাঁটছেন। ঠিক সেসময় বিসিবি’র জিমনেশিয়ামের দিকে যাচ্ছেন দুই পেসার শফিউল ইসলাম ও আল-আমিন হোসেন। উদ্দেশ্য বুঝতে বাকি রইল না, জিম সেশনের জন্যই দুজনের একই গন্তব্যে যাত্রা। এরআগে অবশ্য দুজনই শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রানিং সেশনে বিস্তর ঘাম ঝরিয়েছেন।

বিজ্ঞাপন

সাদমানের দিনের শুরুটা হয়েছে ব্যাটিং দিয়ে। বুধবার (১৯ আগস্ট) দুপুর দেড়টায় হোম অব ক্রিকেট মিরপুরে এসে ২টা ১৫ মিনিট পর্যন্ত ইনডোরে বোলিং মেশিনে ব্যাট হাতে করেছেন নক।

তৃতীয় ধাপের চতুর্থ দিনের ব্যক্তিগত অনুশীলনের শুরুটা অবশ্য হয়েছে তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদকে দিয়ে। বিসিবির সূচি মোতাবেক দুজনই সকালে এসে ব্যাটিং ও রানিংয়ে ব্যস্ত সময় পার করেছেন। তবে ব্যতিক্রম ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। ব্যাটিং, রানিং শেষে করেছেন ফিল্ডিং অনুশীলন। সেন্টার উইকেটের অদূরে ১০ মিনিট ব্যাপী স্লিপ ক্যাচিং ও লং ক্যাচিংয়ে সময় কাটিয়েছেন।

বিজ্ঞাপন

মাহমুদউল্লাহ যখন রানিং ও স্লিপ ক্যাচিংয়ে রত ঠিক তখন রানিংয়ে নিজেকে ঝালিয়ে নিচ্ছেলেন মোস্তাফিজুর রহমান। আঘাঘণ্টার রানিং শেষে মোস্তাফিজ চলে গেছেন জিম সেশনে।

বিজ্ঞাপন

এছাড়া সূচি অনুযায়ী দিনের অনুশীলন সেরেছেন এনামুল হক বিজয়, তাইজুল ইসলাম, আফিফ হোসেন ধ্রুব ও মেহেদি হাসান রানা।

সারাবাংলা/এমআরএফ/এসএইচএস

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন