বিজ্ঞাপন

খিলক্ষেতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহীর মৃত্যু

December 11, 2020 | 10:57 am

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: রাজধানীর খিলক্ষেত এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী মারা গেছেন। ঘটনার পরপরই দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন।

বিজ্ঞাপন

শুক্রবার (১১ ডিসেম্বর) সকাল ৭টার দিকে খিলক্ষেত ৩০০ ফিট পূর্বাচল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় দু’জনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে সকাল ৯টার দিকে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনায় নিহত দু’জন হলেন— আজমিন খান লামি (২৫) ও আমির হোসেন রিয়াজ (২০)। তাদের দু’জনের বাসাই দক্ষিণ বাড্ডা এলাকায়। তবে তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

ঢামেক হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া সারাবাংলাকে বলেন, খিলক্ষেতে দুর্ঘটনার শিকার দু’জনকে হাসপাতালে নিয়ে এসেছিল খিলক্ষেত থানা পুলিশ। এখানে আনার পর চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। মৃতদেহ দু’টি মর্গে রাখা হয়েছে।

বিজ্ঞাপন

খিলক্ষেত থানার উপপরিদর্শক (এসআই) সুধাংশু সরকার জানান, খিলক্ষেত পূর্বাচল ৩০০ ফুট এলাকায় মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় একটি দ্রুতগামী ট্রাক তাদের ধাক্কা দিলে তারা গুরুতর আহত হন। পুলিশ তাদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে জানতে পেরেছি, দু’জনেরর বাসা দক্ষিণ বাড্ডা এলাকায়। বিস্তারিত আর কিছুই জানা যায়নি।

এসআই জানান, ঘটনার পরপরই চালক পালিয়ে গেছে। তবে ট্রাকটি জব্দ করা হয়েছে। বিস্তারিত ঘটনা জানার চেষ্টা করা হচ্ছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএসআর/টিআর

Tags: , , , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন