বিজ্ঞাপন

ভূমি সচিবের বিরুদ্ধে কেন ব্যবস্থা নয়, হাইকোর্টের রুল

December 18, 2020 | 8:56 am

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: ক্ষমতার অপব্যবহারের অভিযোগে ভূমি সচিব মাকছুদুর রহমান পাটওয়ারীর বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে ভূমি সচিবের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) কী ব্যবস্থা নিয়েছে, তা আগামী ৪৫ দিনের মধ্যে তা জানাতে বলেছে আদালত।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) এক রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী জামিউল হক ফয়সাল, দুদকের পক্ষে ছিলেন আইনজীবী এ কে এম ফজলুল হক আর রাষ্ট্রপক্ষে ছিলেন আইনজীবী সারোয়ার হোসেন বাপ্পি।

আদেশের বিষয়টি সারাবাংলাকে নিশ্চিত করেছন আইনজীবী জামিউল হক ফয়সাল। তিনি বলেন, ‘কোন ক্ষমতা বলে ভূমি সচিব মাকছুদুল রহমান পাটওয়ারী পদে আছেন এবং কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না তা জনতে চেয়ে রুল জারি করেছেন আদালত। আগামী চার সপ্তাহের মধ্যে জনপ্রশাসন ও মন্ত্রিপরিষদ সচিবসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হবে।’

বিজ্ঞাপন

দুদকের আইনজীবী সারাবাংলাকে বলেন, ‘ক্ষমতার অপব্যবহারের কারণে ভূমি সচিব মাকছুদুর রহমান পাটওয়ারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে তার বিরুদ্ধ রুল জারি করেছেন। রুলে বলা হয়েছে- কোন কর্তৃত্ব বলে ভূমি সচিব স্বীয় পদে আসীন রয়েছেন এবং তার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়েছেন। আগামী চার সপ্তাহের মধ্যে জনপ্রশাসন সচিব, মন্ত্রিপরিষদ সচিব, ভূমি সচিব ও দুর্নীতি দমন কমিশনকে রুলের জবাব দিতে বলা হয়েছে।’

দুদকের আইনজীবী আরও বলেন, ‘ভূমি সচিব গাড়ি ব্যবহারের ক্ষেত্রে একাধিক দুর্নীতির আশ্রয় নেন। তিনি প্রাধিকারের বাইরে স্ত্রী-সন্তানের জন্য মন্ত্রণালয় ও মাঠ প্রশাসনের অতিরিক্ত দুটি দামি গাড়ি ব্যবহার করছেন। ঋণ সুবিধায় গাড়ি কিনলেও প্রজ্ঞাপনের শর্ত লঙ্ঘন করে তুলে নেন রক্ষণাবেক্ষণ ভাতার পুরো ৫০ হাজার টাকা।’

গত ২২ অক্টোবর একটি পত্রিকা ও একটি টেলিভিনে ভূমি সচিবের গাড়ি ব্যবহার সংত্রান্ত দুর্নীতির সংবাদ প্রকাশের পর হাবিবুর রহমানের নামের এক ব্যক্তি ভূমি সচিব মাকছুদুর রহমানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য হাইকোর্টে রিট দায়ের করেন। সেই রিটের শুনানি নিয়ে আদালত এই আদেশ দেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/কেআইএফ/এমও

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন