বিজ্ঞাপন

অন্তঃসত্ত্বা হওয়ার অভিজ্ঞতা নিয়ে বই লিখছেন কারিনা

December 20, 2020 | 8:38 pm

এন্টারটেইনমেন্ট ডেস্ক

চার বছর আগে প্রথমবার মা হওয়ার স্বাদ পেয়েছিলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুর। জন্ম হয় তৈমুর আলি খানের। আর জন্মের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় তৈমুরের ফলোয়ার তৈরি হয়ে গিয়েছিল। যত দিন যাচ্ছে তা আরও বেড়েই চলেছে। এবার তারই চার বছরের জন্মদিনে দারুণ সুখবর দিলেন মা কারিনা কাপুর। জানালেন, প্রথমবার নিজের অন্তঃসত্ত্বা হওয়ার কাহিনি তিনি ফুটিয়ে তুলবেন একটি বইয়ে। এটাই কারিনার জীবনের প্রথম বই। নাম- ‘কারিনা কাপুর খান’স প্রেগন্যান্সি বাইবেল’।

বিজ্ঞাপন

তৈমুরের মা হওয়ার আনন্দ ও অভিজ্ঞতা অনেক সাক্ষাৎকারেই জানিয়েছেন এই বলি ডিভা। চলতি বছর ফের অন্তঃসত্ত্বা হন তিনি। গত আগস্ট মাসে সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের নিজেরাই সুখবরটি দেন সাইফ ও কারিনা। আগামী বছরেই দ্বিতীয় সন্তানের জন্ম দেবেন কারিনা। আর তার আগেই জানালেন, ‘কারিনা কাপুর খান’স প্রেগন্যান্সি বাইবেল’ বইটিতে অন্তঃসত্ত্বা হওয়ার ভাল-মন্দ, আনন্দ-কষ্ট, মুড স্যুইং-সহ সবদিকগুলো তুলে ধরবেন তিনি।

বিজ্ঞাপন

নিজের প্রথম বইয়ের কথা ঘোষণা করে অভিনেত্রী লেখেন, “আমার বই কারিনা কাপুর খান’স প্রেগন্যান্সি বাইবেল-এর কথা ঘোষণা করার আজই আদর্শ দিন। যারা মা হতে চলেছেন, এই বই তাদের জন্যই। সকাল থেকে রাত- গর্ভবতী অবস্থার আমার সব ঘটনা থাকবে এখানে।” সেই সঙ্গে অন্তঃসত্ত্বা অবস্থায় ফিট থাকার উপায় আর সুস্থ থাকার ডায়েট চার্টও শেয়ার করবেন কারিনা।

এদিকে, তৈমুরের জন্মদিনে অনুরাগীদের সারপ্রাইজ দেওয়ার পাশাপাশি ছেলের জন্যও একটি মজার তবে আবেগঘন খোলা চিঠি লেখেন কারিনা। লেখেন, ‘নানা সময় নানারকমের কাজে মন দেয় তৈমুর। এখন যেমন সে গরুকে খাওয়াতে ব্যস্ত। করিনা শুধু চান, যে স্বপ্নের পিছনেই ছুটুক তৈমুর, তা যেন সে মাথা উঁচু করে পূরণ করতে পারে। আর যা-ই করুক, মুখের হাসিটা যেন অটুট থাকে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এএসজি

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন