বিজ্ঞাপন

ইংল্যান্ডে ৬ সপ্তাহের লকডাউন ঘোষণা

January 5, 2021 | 11:35 am

আন্তর্জাতিক ডেস্ক

করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় ছয় সপ্তাহের লকডাউন জারি করেছে ইংল্যান্ড। দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন সোমবার এ ঘোষণা দেন।

বিজ্ঞাপন

ব্রিটেনে করোনা সংক্রমণ তীব্র হওয়ায় হাসপাতালগুলোতে শিগগিরই অচলাবস্থা সৃষ্টির আশঙ্কা তৈরি হয়েছে। এক টেলিভিশন ভাষণে জনসন করোনার দুটি টিকা প্রয়োগের প্রসঙ্গ টেনে বলেন, মধ্য ফেব্রুয়ারি নাগাদ সকল অগ্রাধিকার গ্রুপ টিকা পেয়ে যাবে।

তিনি আরও জানান, বুধবার থেকে কার্যকর হওয়া লকডাউন মধ্য ফেব্রুয়ারি পর্যন্ত বলবৎ থাকবে। জীবন এবং জাতীয় স্বাস্থ্য সেবার প্রয়োজনে এ লকডাউন জারি করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

করোনা প্রতিরোধে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার বিষয়ে জনসনের ওপর বিজ্ঞানী, বিরোধী পার্টিরও চাপ ছিল। এছাড়া জরুরি পদক্ষেপ না নিলে করোনা রোগীর চাপে স্বাস্থ্য সেবা খাত ২১ দিনের মধ্যে মুখ থুবড়ে পড়বে বলেও সতর্ক করা হয়েছিল।

বিজ্ঞাপন

দেশটিতে ৪ জানুয়ারি ২৬ হাজার ৬২৬ জন করোনা রোগী হাসপাতালে ভর্তি হয় যা এক সপ্তাহ আগের একইদিনের তুলনায় ৩০ শতাংশ বেশি। এছাড়া গত এক সপ্তাহ ধরে দেশটিতে প্রতিদিন ৫০ হাজারেরও বেশি করে লোক করোনায় আক্রান্ত হচ্ছে।
ব্রিটেনে বর্তমানে দুটি টিকার প্রয়োগ চলছে।

সারাবাংলা/এএম

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন