বিজ্ঞাপন

যমুনা ব্যাংকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু শিবির

January 24, 2021 | 5:08 pm

সারাবাংলা ডেস্ক

যমুনা ব্যাংক ফাউন্ডেশন ও নূর মোহাম্মদ ট্রাস্ট্রের যৌথ উদ্যোগে ও অর্থায়নে মিরকাদিম পৌরসভার গোয়ালঘুন্নী গ্রামে বিনামূল্যে চক্ষু শিবিরের আয়োজন করা হয়। মুন্সিগঞ্জের সাবেক এমপি ও নূর মোহাম্মদ ট্রাস্ট্রের প্রতিষ্ঠাতা এবং যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান নূর মোহাম্মদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রোববার এই চক্ষু শিবিরের উদ্বোধন করেন।

বিজ্ঞাপন

চক্ষু শিবিরে ২ হাজার ৪৮০জন চোখের রোগীর চিকিৎসা দেওয়া হয় এবং ৪৩২জন রোগীকে চোখ অপারেশনের জন্য বাছাই করা হয়। অনুষ্ঠান শেষে অসহায় দরিদ্র মানুষের মাঝে বিনামূল্যে ভ্যানগাড়ি ও অটোরিক্সা দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যমুনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মেদ। এসময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুস সালাম।

এছাড়া আরও উপস্থিত ছিলেন ব্যাংকের প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, আশপাশের শাখাসমূহের কর্মকর্তা ও কর্মচারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুলসংখ্যক সাধারণ মানুষ।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমও

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন