বিজ্ঞাপন

‘চীনের সিনোফার্ম ভ্যাকসিন নিয়েও খুব দ্রুত সিদ্ধান্ত আসবে’

April 27, 2021 | 7:48 pm

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: ঔষধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান বলেছেন, আমরা রাশিয়ার স্পুটনিক-ভি ভ্যাকসিনের অনুমোদন দিয়েছি। খুব দ্রুতই চীনের সিনোফার্ম ভ্যাকসিন নিয়েও সিদ্ধান্ত নেওয়া হবে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৭ এপ্রিল) নিজ কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন ঔষধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক।

মেজর জেনারেল মাহবুবুর রহমান বলেন, ‘আমরা আজ ইমার্জেন্সি অথোরাইজেশনের ভিত্তিতে বা জরুরি ব্যবহারে জন্য অনুমোদন দিয়েছি রাশিয়ার ভ্যাকসিন স্পুটনিক-ভি। তবে সরকার আরও ভ্যাকসিন নিয়ে কাজ করছে। আমরা আরও বিকল্প চিন্তা করছি। এরপর সিনোফার্মও আমাদের অ্যাকটিভ কনফার্মেশনে আছে।’

তিনি বলেন, ‘দেশের জন্য প্রয়োজন এখন ভ্যাকসিন। অ্যাস্ট্রাজেনেকা ছাড়াও স্পুটনিক, সিনোফার্ম, মর্ডানার ভ্যাকসিন নিয়েও সরকার চেষ্টা করছে। আমরা ভ্যাকসিন পেয়ে যাব। একের পর এক ভ্যাকসিন আসতেই থাকবে। আমরা একটি, দুটি অথবা তিনটিতে সীমাবদ্ধ থাকব না। আমাদের বহুসংখ্যক ভ্যাকসিন আসবে। তবে ভ্যাকসিন কার্যক্রম চলবে সরকারিভাবে। বেসরকারিভাবে এখনও কোনো ভ্যাকসিন আনার পরিকল্পনা নেই।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘পর্যায়ক্রমে যেসব ভ্যাকসিন আসবে, আমাদের জনস্বাস্থ্যবিষয়ক কমিটি সেগুলো মূল্যায়ন করবে। সেখানে যদি আমাদের দেশের জন্য সবদিক দিয়ে উপযুক্ত বলে তারা মনে করেন তাহলে ইমার্জেন্সি অথোরাইজেশন দেওয়া হবে।’

দেশে কোভিড-১৯ ভ্যাকসিন প্রাপ্তির উৎস ও সংগ্রহ সংক্রান্ত কোর কমিটির সুপারিশ অনুযায়ী রাশিয়ার স্পুটনিক-ভি অনুমোদন দেওয়া হয়েছে বলে জানান মেজর জেনারেল মাহবুবুর রহমান।

উল্লেখ্য, ২০ এপ্রিল প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আট সদস্যের একটি কমিটি করা হয় ভ্যাকসিন প্রাপ্তির উৎস ও সংগ্রহ সংক্রান্ত বিষয়ে। দেশে কোন ভ্যাকসিন আনা যায়, সে বিষয়ে মতামত দেবে এই কমিটি।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসবি/পিটিএম

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন