বিজ্ঞাপন

রাজধানীতে গ্যাস পাইপ বিস্ফোরণে দুই শিশু দগ্ধ

March 26, 2018 | 1:45 pm

স্টাফ করেসপন্ডেন্ট

বিজ্ঞাপন

ঢাকা: রাজধানীর পুরান ঢাকার রথখোলা মোড় এলাকায় গ্যাস পাইপ বিস্ফোরণে রাব্বি (৬) ও তার খালোতো ভাই সাব্বির (১০) নামে দুই শিশু দগ্ধ হয়েছে।

সোমবার (২৬ মার্চ) বেলা পৌনে ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

দগ্ধ অবস্থায় তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

বিজ্ঞাপন

দগ্ধ রাব্বি ও সাব্বিরের প্রতিবেশী ইসতিয়াক মাহমুদ রিফাত জানায়, নবাবপুর রথখোলা মোড়ে পয়োনিষ্কাশন লাইন মেরামতে কাজ চলছিলো। সকাল থেকে বাসার সামনে রাব্বি ও সাব্বির খেলা করছিলো। দৌড়াদৌড়ি করার সময় দুজনেই বৈদ্যুতিক খুটির পাশের ছোট গর্তে পড়ে যায়। এ সময় তাদের পায়ে লেগে গ্যাস পাইপের ফিস্ফোরণ ঘটলে তারা দগ্ধ হয়।

দগ্ধ দুজন নবাবপুর রথখোলা মোড়ের ২৫৫ এর ২ নম্বর বাসায় থাকে। রাব্বী স্থানীয় গোয়ালঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নার্সারিতে ও সাব্বির তৃতীয় শ্রেণিতে পড়ালেখা করে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া চিকিৎসকদের বরাত দিয়ে জানান, দুজনেরই ডান হাত ও ডান পা দগ্ধ হয়েছে। তারা বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএসআর/এমআই

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন